WB HS Exam New Routine 2022- এই মুহূর্তের বড় খবর পরিবর্তন হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২২ এর রুটিনে। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট হল উচ্চমাধ্যমিক 2022 সালের যে পরীক্ষা সেই পরীক্ষার রুটিনের পরিবর্তন করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ{WBCHSE} । আজকে সংসদ জানিয়েছে যে পরীক্ষা সূচিতে পরিবর্তন করা হচ্ছে । বিস্তারিত আপডেট তথ্য নিচে দেয়া হয়েছে । কবে শুরু হচ্ছে এ বছর অর্থাৎ 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ?
আপনারা জানেন ইতিমধ্যেই শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা ২০২২। উচ্চমাধ্যমিক পরীক্ষার এই নিয়ে দ্বিতীয়বার রুটিন পরিবর্তন করা হল । প্রথমবার জয়েন্ট পরীক্ষার এক্সাম এর জন্য এবং দ্বিতীয় বার ভোট পর্ব এবং জয়েন্ট এক্সাম সূচি পরিবর্তনের জন্য ফের একবার পরিবর্তন করা হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচীর। বিস্তারিত তথ্য আপডেট এবং পিডিএফ আপনারা নিচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। নির্বাচনের কারণে বাতিল ৬ থেকে ১৫ মার্চের মধ্যে উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা।
WB HS Exam New Routine 2022
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে।পরীক্ষা ২ রা এপ্রিল শুরু হচ্ছে শেষ হবে ২৭ শে এপ্রিল। ২ এপ্রিল বাংলার প্রথম ভাষার পরীক্ষা হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৪ এপ্রিল দ্বিতীয় ভাষা পরীক্ষা। ৫ এপ্রিল ভোকেশনাল পরীক্ষা।১৬ এপ্রিল গণিতের পরীক্ষা। ১৮ এপ্রিল অর্থনীতির পরীক্ষা। ১৯ এপ্রিল কমিউন্টার সায়েন্স গ্রুপ, ২০ এপ্রিল কমার্শিয়াল ল গ্রুপ, ২২ এপ্রিল, ২৩ এপ্রিল স্ট্যাস্টিটিক্স, ২৬ এপ্রিল কেমিস্ট্রি, ২৭ এপ্রিল বায়োলজিক্যাল সায়েন্স গ্রুপ এবং ৩০ এপ্রিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।
WB HS Exam New Routine 2022
Date | Day | From 10.00 a.m. to 1.15 p.m.(Morning) |
02/04/2022 | Saturday | Bengali (A), English (A), Hindi (A), Nepali (A), Urdu, Santhali, Odia, Telugu, Gujarati, Punjabi |
04/04/2022 | Monday | English (B), Bengali (B), Hindi (B), Nepali (B), Alternative English |
05/04/2022 | Tuesday | # Health Care , #Automobile, #Organised Retailing, #Security, #IT & ITES, # Electronics, # Tourism & Hospitality, # Plumbing, #Construction—VOCATIONAL SUBJECTS |
16/04/2022 | Saturday | Mathematics, Psychology, Anthropology, Agronomy, History |
18/04/2022 | Monday | Economics |
19/04/2022 | Tuesday | Computer Science, Modern Computer Application, Environmental Studies, #Health & Physical Education, #Music, #Visual Arts |
20/04/2022 | Wednesday | Commercial Law and Preliminaries of Auditing, Philosophy, Sociology |
22/04/2022 | Friday | Physics, Nutrition, Education, Accountancy |
23/04/2022 | Saturday | Statistics, Geography, Costing and Taxation, Home Management and Family Resource Management |
26/04/2022 | Tuesday | Chemistry, Journalism & Mass Communication, Sanskrit, Persian, Arabic, French |
27/04/2022 | Wednesday | Biological Science, Business Studies, Political Science |
HS exam ta na holai khub valo hoto ….karon chele maye ra aktu o porasona korane
Asish Routh