This Post Contents
WB Primary RTI Notice– আজকে প্রাথমিক পর্ষদ একটি নোটিশ জারি করেছে আরটিআই (RTI)বিষয়ে। 10 জানুয়ারি 2020 সালের 2017 টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করেছে প্রাথমিক পর্ষদ ,সেই পরীক্ষা নিয়ে যদি কেউ RTI করতে চায় তাহলে সে নীচের নোটিশটি ভালো ভাবে দেখে নেবে। কারণ এবার RTI এর জন্য বিশেষ কিছু শর্ত জুড়েছে প্রাথমিক পর্ষদ।
2017 সালের নোটিশ দিয়ে পর্ষদ 31/01/2021 এ পরীক্ষা নেয়। মোট প্রায় 2 লক্ষ আবেদনকারীর মধ্যে পাস করে প্রায় 9896 জন চাকরিপ্রার্থী। 10/01/2022 তারিখে 2017 টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়।
WB Primary RTI Notice
Memo No. 77/BPE/2022 Date : 20-01-2022 NOTICE
The result of TET-2017 has been published on 10/01/2022 and is now available in the designated websites of this Board. In the above context and in terms of the resolution of the Board, dated 24.12.2021, all concerned are hereby notified that the Board will scrutinize the applications, to be submitted by the bonafide TET-2017-candidates on or after the date of this notification, i.e. 20/01/2022 for his/ her copy of OMR/ digitized data sheet, subject to fulfilment of the following conditions:-
i.. A copy of the TET-2017-Admit Card is to be enclosed invariably.
ii. A bank draft of Rs. 500/- (five hundred rupees) only, drawn on a Nationalised Bank in favour of “WEST BENGAL BOARD OF PRIMARY EDUCATION’, payable at Kolkata as prescribed fees (unchanged) is to be enclosed.
iii. Applications along with the aforementioned enclosures are to be addressed to the Secretary, West Bengal Board of Primary Education.
iv. All Such applications shall be sent by SPEED POST only within 90 days from the date of issue of this notification, i.e. between 20.01.2022 & 19.04.2022. In view of the upsurge of the COVID cases in the state no applications can be submitted personally at the Board.
v. No application will be entertained/ received beyond the time and date specified above, i.e. 19.04.2022.
WB Primary RTI Notice 2022
Official site :- www.wbbpe.org
Notice Link – CLICK HERE
To Read more news Click Here
WB Primary RTI Notice 2022
প্রাথমিক পর্ষদ আরটিআই (WBBPE RTI Application)নিয়ে যে নোটিশটি প্রকাশিত করেছে, সেখানে পাঁচটি পয়েন্ট তুলে ধরেছে।
প্রথমত এই RTI এপ্লিকেশনের সঙ্গে 2017 টেট এডমিট কার্ড এর কপি লাগবে।
দুই নম্বর হচ্ছে 500 টাকার একটি ডিমান্ড ড্রাফ আপনাকে কাটতে হবে। সেটা ইন ফেভার অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর নামে হবে।
তিন নাম্বার হচ্ছে একটি অ্যাপ্লিকেশন করতে হবে, এবং ঐ এপ্লিকেশনটি আপনারা করবেন সেক্রেটারিকে
অ্যাড্রেস করে,ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর।
4 নম্বর হচ্ছে শুধুমাত্র স্পিড পোস্টে এই এপ্লিকেশন আপনাদেরকে করতে হবে এবং সেটা করতে হবে 90 দিনের মাথায় ।অর্থাৎ 20.01.2022 থেকে নিয়ে 19.04.2022 পর্যন্ত আপনারা এই 2017 টেট এর রেজাল্ট নিয়েRTI অ্যাপ্লিকেশন করতে পারবেন।মনে রাখবেন পার্সোনাল ভাবেঅফিসে গিয়ে কিন্তু কোনভাবেই এই RTI কপি জমা করা যাবে না।
পাঁচ নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট,এই যে RTI অ্যাপ্লিকেশনটা করবেন তার লাস্ট ডেট হচ্ছে 19.04.2022 ,এর পরে আরটিআই করলে কিন্তু কোনও উত্তর পাবেন না,এটাও কিন্তু মাথায় রাখবেন।
FAQs
Notice for 2017 tet rti application?
from this post you able to download RTI Application notice for 2017 primary tet.
Time frame for RTI Application?
90 days,from this application published.
Exact date for primary tet 2017 rti application?
20/01/2022 to 19/04/2022
Last date of wbbpe primary RTI Application?
The last date is 19/04/2022 for this 2017 PRIMARY RTI Application.
Fees required for this primary tet 2017 RTI?
500 rupess demand draf is required for this RTI Application.