WB Primary Teachers Transfer- প্রাথমিক শিক্ষকদের রোটেশন ক্লাস বাধ্যতামূলক, গাফিলতিতে বদলির হুঁশিয়ারি!

WB_New_Teachers_Recruitment
WB_New_Teachers_Recruitment

WB Primary Teachers Transfer- প্রাথমিক শিক্ষকদের রোটেশন ক্লাস বাধ্যতামূলক, গাফিলতিতে বদলির হুঁশিয়ারি! প্রাথমিক শিক্ষকদের রোটেশন ক্লাস বাধ্যতামূলক, গাফিলতিতে বদলির হুঁশিয়ারি! প্রাথমিক বিদ্যালয়েও এখন হাইস্কুলের মতো রোটেশন পদ্ধতিতে ক্লাস নিতে হবে শিক্ষকদের।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, পর্যাপ্ত শিক্ষক থাকলে রোটেশন পদ্ধতি প্রয়োগ করতে হবে যাতে ছাত্ররা একঘেয়েমি অনুভব করবে না। তবে শিক্ষক সংখ্যা কম হলে প্রধান শিক্ষকরা ক্লাস ম্যানেজ করবেন। এদিকে, ক্লাস ফাঁকি দেওয়ার অভিযোগে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে শিক্ষা দফতর। হাজিরা খাতায় সই করেও ক্লাসে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট শিক্ষকদের বদলি করা হতে পারে, এমনকী দূরবর্তী জেলাতেও। শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, অনলাইনে শিক্ষক-ছাত্র অনুপাত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনমতো সারপ্লাস বদলি করা হবে।

রাজ্যে প্রাথমিকে একজন শিক্ষক পিছু ৩০ জন ছাত্র, মাধ্যমিকে ৪১ এবং উচ্চমাধ্যমিকে ৪৯ জন ছাত্র রয়েছে। এই অনুপাত উন্নয়নে নিয়মিত নজরদারি চলছে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here