WB Primary TET Exam 2023- এই বছরের প্রাথমিক টেট পরীক্ষা ডিসেম্বর মাসে! বিজ্ঞপ্তি তারিখ!

0
9675

এই মুহূর্তের বড় খবর প্রাথমিক টেট পরীক্ষা 2023 নিয়ে। 2023 সালের টেট পরীক্ষা চলতি বছরেই অনুষ্ঠিত হবে। পরীক্ষা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক পর্ষদ বলে খবর! যদিও প্রাথমিক পর্ষদ সভাপতি গৌতম পাল এই নিয়ে কোনও রকম মন্তব্য করতে চান নি! যে খবর সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে 2023 সালের ডিসেম্বর মাসে হয় 10 বা 17 তারিখে এই বছরের টেট পরীক্ষা নিতে চলেছে পর্ষদ !

সঙ্গে এটাও জানা গেছে যে এই মাসেই টেট পরীক্ষা 2023 নিয়ে একটি নোটিশ প্রকাশিত করতে পারে প্রাথমিক পর্ষদ বলে খবর। গৌতম পাল, প্রাথমিক পর্ষদ সভাপতি, যখন নতুন সভাপতি হিসেবে নিজের কাজ শুরু করেছিলেন তখন তিনি জানিয়েছিলেন যে, বছরের এক বার টেট ও দুবার নিয়োগ প্রক্রিয়া তিনি করবেন। ঠিক সেই মত 2022 সালে তিনি নতুন টেট ও নিয়োগ প্রক্রিয়া শুরু করেন। 2022 এর টেট পরীক্ষার রেজাল্ট 2023 সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়। সঙ্গে 11765 টি শূণ্য পদে নিয়োগ প্রক্রিয়া ও শুরু হয়। কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া এখন দেশের সর্বোচ্চ আদালতে স্টে হয়ে আছে ! ফলে সেই নিয়োগ পত্র এখনই দেওয়া যাচ্ছে না।

তাই পর্ষদ ঠিক করেছে তাঁরা যতদিন না 11765 টি শূণ্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ছাড়পত্র পাচ্ছে,ততদিন তাঁরা 2023 নিয়ে নিজেদের কর্মকান্ড এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই নিয়ে আলোচনা করেছেন! আরও বিস্তারিত খবর দেখতে এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here