{Very big news}WB Primary TET Exam Date 2020,WBTET

2
73

Very big news are out today about WB Primary TET Exam Date 2020.According to news WBTET exam notification will be published after puja 2020.Details updates about Primary teachers recruitment TET exam are given below.

WB Primary TET Exam Date 2020

আজকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা টেট (WBTET) সম্পর্কে একটি খুবই গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে। জানা গিয়েছে বহু প্রতীক্ষিত এই প্রাথমিক টেট (WB Primary TET) এর পরীক্ষা খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হতে চলেছে। এই নিয়ে আজ আমরা বিস্তারিত আপডেট তথ্য তুলে ধরবো এই পোষ্টের মাধ্যমে।

CM MAMATA BANERJEE
CM MAMATA BANERJEE

জানা গিয়েছে যে,মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টেট পরীক্ষা নেওয়ার বিষয়ে ছারপত্র দিয়েছে !!

WBTET

আজ একটি খবর বেরিয়ে এসেছে সেখানে দেখা যাচ্ছে যে , আসন্ন টেট পরীক্ষা আগামী পুজোর পরে পরে অনুষ্ঠিত হতে চলেছে {তবে করোনা পরিস্থিতির জন্য সময়টা একটু পিছতে পারে !} ।

২০১৭ সালে যে নোটিফিকেশন হয়েছিল সেটার উপরই এই টেট পরীক্ষা নেওয়া হবে তবে এর সঙ্গে ২০১৭ সাল থেকে ২০২০ সাল {নোটিশ আসা অব্দি} চাকরিপ্রার্থীদেরকেও সুযোগ দেওয়া হবে।

WB-TET-2020-WBBPE-Primary-TET-Notification-Advertisement-News
WB-TET-2020-WBBPE-Primary-TET-Notification-Advertisement-News

WB Primary TET Exam Date 2020 নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপডেট এবার দেখে নেওয়া যাক —

Exam NameWB Primary TET
BoardWest Bengal Board Of Primary Education
Official Sitewww.wbbpe.org or Click Here
StateWest Bengal
Exam Notification Year2017
More Details UpdatesSyllabus,Salary,Question Visit www.wbedu.in Or Click Here
New Notification(Or Update ) DateOctober 2020 (Tentative )
From Fill up DateOctober-November 2019
Exam DateDecember 2019 or January 2021
Vacancy20,000(Expected)
Exam ModeOnline(Expected)
Salary32,868 (For Details Visit www.wbedu.in Or Click Here)
WB Primary TET Exam Date 2020
WB_Primary_TET_Exam_Date_2020
WB_Primary_TET_Exam_Date_2020

যেসমস্ত খবর বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে যে, ২০২০ সালের পুজোর পর এই (WBTET) প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত আপডেট বেরিয়ে আসবে। এখনও অব্দি যা খবর পরীক্ষা হতে পারে ২০২০ সালের ডিসেম্বর বা ২০২১ সালের জানুয়ারি মাসে । শূন্য পদের সংখ্যা হতে পারে ২০,০০০ + এবং এই পরীক্ষায় আবেদন করতে পারে প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী। যদিও ২০১৭ সালেই প্রায় ৪ লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষার জন্য আবেদন করেছিলেন।

কিন্তু সেই পরীক্ষা প্রায় ৩ বছর পার হলেও হয়নি। এখন জানা যাচ্ছে যে ২০১৭ সালের যারা ফর্ম ফিলাপ করেছিলেন তাঁদেরকে আর ফর্ম ফিলাপ করার দরকার নেই। যারা ২০১৭ সাল থেকে নিয়ে ২০২০ {নোটিশ আসা অব্দি} যোগ্যতা অর্জন করবেন তাঁরা এই টেট (WBTET) পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

ফলে দুটি ফর্ম ফিলাপ মিলিয়ে প্রায় ৮ লক্ষের মতন আবেদন জমা পরতে পারে । এই এত বিপুল সংখ্যক পরীক্ষার্থী এই করোনা পরিস্থিতিতে কিভাবে পরীক্ষা দেবে সেটাও একটা চিন্তার বিষয় সরকারের কাছে। যে সমস্ত খবর বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে যে এবারের পরীক্ষা অনলাইনেও হতে পারে ।

2 COMMENTS

  1. Primary Tet কখন হবে। Bankura district এর কটি vacancy আছে। দয়া করে জানাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here