This Post Contents
WB Primary tet result 2021 :- West Bengal Primary tet 2021 result or West Bengal Primary tet 2017 exam result will be published soon after over come this pandemic {Corona}situations. All details updates and news are share here regarding WB Primary tet result . When officially declared result,WBBPE{West Bengal Board Of Primary Education} will published result in its official site www.wbbpe.org
WB Primary tet result 2021
আজকে আমরা এই পোষ্টে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা টেট এর রেজাল্ট নিয়ে আলোচনা করবো। আপনারা জানেন পশ্চিমবঙ্গের যে সদ্য সমাপ্ত টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেটা হয়েছে ২০২১ সালে ৩১সে জানুয়ারি।
যদিও এই পরীক্ষার সঙ্গে সঙ্গেই পর্ষদ বা রাজ্য সরকার ১৬৫০০ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করে। সেখানে বলা হয় ২০১৪ থেকে যারা টেট পাস করে আছে তাঁদের নিয়োগ করা হবে। ঐ ১৬৫০০ শিক্ষক নিয়োগ নিয়ে সর্বশেষ আপডেট পেতে এখানে ক্লিক করুন ।
চাকরী প্রার্থীদের মনে এখন একটিই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ,কবে বের হবে ২০১৭/২০২১ সালের টেট পরীক্ষার রেজাল্ট ??
এখনও অব্দি যে সমস্ত খবরাখবর বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার পুরোদমে এখন করোনার প্রকোপকে প্রতিহত করতে ব্যস্ত । ফলে এখনই বা এক-দুমাসের মধ্যে প্রাথমিক(WB Primary tet result 2021) টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে না !!
যখন এই করোনা প্রকোপ কমে আসবে ঠিক সেই সময় বেরিয়ে আসতে পারে প্রাথমিক টেট পরীক্ষার ২০২১ এর রেজাল্ট ।
এই দিকে এই করোনা পরিস্থিতি দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারি ইন্টারভিউ এর লিস্ট প্রকাশিত করার জন্য আদালতের কাছে আরও ৪ সপ্তাহ সময় চেয়ে আবেদন জানিয়েছে !! এই নিয়ে আরও বিস্তারিত আপডেট পেতে এখানে ক্লিক করুন।
WB Primary tet result 2021
Step to check WB Primary tet result 2021:- Visit WBBPE official site{Link provide above}.In the main page you will find a link called “cheek 2021 primary tet result”. Click on that link.After that a new page will pop ups. Put your TET roll number and your date of birth. You will see either will be empaneled or not.
FAQs
কবে প্রকাশিত হবে ২০২১ টেট এর রেজাল্ট ?
সম্ভবত ডিসেম্বর মাসে !!
২০২১ টেট এর রেজাল্ট প্রকাশিত করা নিয়ে কি কোনও খবর সামনে এসেছে ?
না।
কোন সাইট থেকে রেজাল্ট দেখা যাবে ?
পর্ষদের সাইট www.wbbpe.org
প্রাথমিকের টেট পরীক্ষা কবে নেওয়া হয়েছিল ?
৩১/০১/২০২১
শুরুতে একজন প্রাথমিক শিক্ষক কত বেতন পাবেন ?
কত শূন্য পদ হতে পারে ?
যদিও প্রাথমিক পর্ষদ এখনও অব্দি কোনও শূন্য পদের ঘোষণা করে নি । কিন্তু আনুমানিক ভাবে ১৫০০০-২০০০০ হতে পারে ২০২১ সালের টেট পরীক্ষার জন্য শূন্য পদ।
রেজাল্ট প্রকাশিত হবার পরের স্টেপ কি ?
ইন্টারভিউ ।