[2019] প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের জন্য প্রস্তুতি শুরু নবান্নে । কোন পদে কত কর্মী নিয়োগের সম্ভবনা দেখুন !

WB_Jobs_Updates_2022
WB_Jobs_Updates_2022

একদিকে গত কাল এসএসসি বিল পাস হয়ে যাওয়ায়, হবু পরীক্ষার্থীরা খুব খুশি । কারণ এবার কর্মী নিয়োগের পথ একটা খুলে গেল । আপনারা জানেন যে এসএসসি কে ২০১৭ সালে তুলে দিয়ে পিএসসি কে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। গত কাল এসএসসি ২০১৯ বিল পাস হয়ে যাওয়ায় ফের ঐ  দায়িত্ব এসএসসি উপর এসে পড়ল।

এই দিকে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ বিভিন্ন মামলার জালে আটকে রয়েছে। এর মাঝে নবান্ন প্রায় ৩০,০০০ এর মতন কর্মী নিয়োগ করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে জানা যাচ্ছে। ঐ ৩০,০০০ পদে এ কর্মী নিয়োগ করা হবে তা করা হবে বিভিন্ন পদে বলে জানা যাচ্ছে। কর্মী নিয়োগ নিয়ে বিরোধীদের মধ্যে  চাপানউতোর থাকলেও এবার ২০২১-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে একধাক্কায় ৩৩ হাজার ৬৮৭ শূন্য পদে কর্মী নিয়োগের পথে হাঁটতে চলেছে নবান্ন ৷

জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন দপ্তরে এই পদে কর্মী নিয়োগ করা হবে ৷ GROUP A,GROUP B,GROUP C , GROUP D  শূন্যপদে নিয়োগ হবে৷ তবে কিভাবে ঐ বিপুল পরিমাণ এবং কোন দপ্তরে নিয়োগ করা হবে সেই বিষয়ে এখন আপডেট বেরিয়ে আসেনি ,তবে একটা গ্রুপ অনুযায়ী শূন্য পদের সংখ্যা জানানো হয়েছে ৷ বিভিন্ন মহলের মতে এসএসসি( স্টাফ সিলেকশন কমিশনের) মাধ্যমে ও ঐ সমস্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারে রাজ্য সরকার।

যে তালিকা প্রকাশ করা হয়েছে তা নীচে দেওয়া হল—

GROUP A ৪০৫৭
GROUP B ৯১২৭
GROUP C ১৩৭২৩
GROUP D ৬৭৮০
TOTAL

৩৩,৬৮৭

 

GROUP Aএর ৪০৫৭ পদের মধ্যে GN ২২৩১ টি, SC ৮৯৩টি , ST ২৪৩ টি OBC-A ৪০৬ টি OBC-B ২৮৪টি PWD ১৬২ টি৷

GROUP Bএর ৯১২৭ পদের মধ্যে GN ৫০১৯ টি, SC ২০০৮ টি , ST ৫৪৮টি OBC-A ৯১৩ টি OBC-B ৬৩৯ টি PWD ৩৬৫ টি ৷

GROUP Cএর ১৩৭২৩ পদের মধ্যে GN ৭৫৪৮ টি, SC ৩০১৯ টি , ST ৮২৩টি OBC-A ১৩৭২ টি OBC-B ৯৬১ টি PWD ৫৪৯ টি ৷

GROUP Dএর ৬৭৮০ পদের মধ্যে GN ৩৭২৯ টি, SC ১৪৯১ টি , ST ৪০৭ টি OBC-A ৬৭৮ টি OBC-B ৪৭৫ টি PWD ২৭১ টি ৷

তবে অবশ্যই  যখন সরকারি ভাবে ঐ সমস্ত নিয়োগের ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তা আপনাদেরকে জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here