WB TET 2022 Admit Card-পরীক্ষা হল থেকে পরীক্ষার্থীরা কি কি জিনিস আনতে পারবে! কয়টি এডমিট কার্ড ,ছবি,পেন নিয়ে যেতে হবে!very bignews

0
154

WB TET 2022 Admit Card-আজ থেকে অফিশিয়াল ভাবে টেট পরীক্ষার এডমিট কার্ড দিতে শুরু করলো প্রাথমিক পর্ষদ। সেই নিয়ে তাঁরা ইতিমধ্যেই নোটিশ জারি করেছে। সেই নোটিশ ডাউনলোড করতে হলে এখানে দেখুন। এবারের পরীক্ষা নিয়ে পর্ষদ বেশ সচেতন। টেট পরীক্ষা নিয়ে একাধিক নিয়মের পরিবর্তন করেছে তাঁরা। নতুন কিছু নিয়ম যা পরীক্ষার্থীদেরকে মানতে হবে সেটা নীচে বিস্তারিত ভাবে দেওয়া হল।

পরীক্ষা হল থেকে পরীক্ষার্থীরা কি কি জিনিস বাড়ি আনতে পারবে এবং কি কি জিনিস বাড়ি নিয়ে যেতে পারবে না তাঁর একটি গাইডলাইন জারি করেছে পর্ষদ ! সেই গাইডলাইন যখন পরীক্ষার্থীরা নিজেদের এডমিট কার্ড (WB TET 2022 Admit Card) করবে তখন সেখানে লেখা থাকবে। যদি আপনারা এখনও টেটের এডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না,তাহলে এই খবর টি দেখুন কিভাবে টেটের এডমিট কার্ড ডাউনলোড করবেন। কয়টি এডমিট (TET 2022 Admit Card)কার্ড ,ছবি,পেন নিয়ে যেতে হবে ? সেই নিয়ে বিস্তারিত ভাবে তথ্য দিয়েছে পর্ষদ তা নীচে দেওয়া হল।

WB TET 2022 Admit Card

WB TET 2022 Admit Card
WB TET 2022 Admit Card
  • ১)প্রার্থীদের শুধুমাত্র নিম্নোক্ত বিষয়গুলো সহ পরীক্ষার হল/রুম ত্যাগ করার অনুমতি দেওয়া হবে: –
  • i)TET 2022 এর জন্য প্রশ্ন পুস্তিকা।
  • ii)TET 2022 এর OMR উত্তরপত্রের পরীক্ষার্থীর কপি (সবুজ রঙের)।
  • iii)পরিদর্শক দ্বারা স্বাক্ষরিত প্রবেশপত্রের একটি অনুলিপি।
  • ২) পরিদর্শক নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ/ হল ত্যাগ করতে দেওয়া হবে না।
  • ৩)
  • পরীক্ষা শেষে, প্রার্থীরা পরিদর্শকের কাছে নিম্নলিখিত বিষয় গুলো জমা দেবে-
  • i)TET-2022 এর OMR উত্তরপত্রের মূল কপি (গোলাপী রঙের ) ।
  • ii)তাঁদের প্রবেশপত্রের একটি ডাউনলোড এবং স্বাক্ষরিত কপি ।
  • ৪)সংশ্লিষ্ট পরিদর্শকের বিশেষ অনুমতি ব্যতীত কোনো প্রার্থীকে তার আসন বা কক্ষ ছেড়ে যেতে দেওয়া হবে না।পরীক্ষার, পরীক্ষার পুরো সময়কাল শেষ না হওয়া পর্যন্ত।
WB_TET_2022_Admit_Card
WB_TET_2022_Admit_Card

পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের কি কি নিয়ে যেতে হবে-

প্রত্যেক প্রার্থীকে তার নিজের কালো বল পয়েন্ট পেনটি পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে, দুটি টেটের এডমিট কার্ড ডাউনলোড কপি যা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হয়েছে এবং একটি অতিরিক্ত ছবি, যা উপস্থিতির শীট পেস্ট করতে হবে ! প্রতিটি প্রার্থীর জন্য রোল নম্বর সহ একটি নির্দিষ্ট আসন বরাদ্দ করা থাকবে। প্রার্থীদের শুধুমাত্র তাদের নির্ধারিত আসন খুঁজে বের করতে হবে এবং সেখনানেই বসতে হবে। বরাদ্দকৃত আসন ব্যতীত ,প্রার্থী যদি কোনো প্রার্থীর আসনে বসে, তাহলে সেই প্রার্থীর পরীক্ষা অবিলম্বে বাতিল করা হবে এবং তার পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

পরীক্ষা শুরু হওয়ার পরে যদি কোনো পরীক্ষার্থী হলে উপস্থিত হলে তাঁকে পরীক্ষায় বসার (পরীক্ষায় অংশগ্রহণের) অনুমতি দেওয়া হবে না । প্রার্থীকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্রবেশপত্র এবং একটি বৈধ আসল আইডি প্রমাণ পরীক্ষা হলে প্রবেশের জন্য । (মাধ্যমিক অ্যাডমিট কার্ড/আধার কার্ড (ছবি সহ)/প্যান কার্ড/ভোটার আইডি/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স) পরীক্ষার হল/কক্ষে উল্লিখিত নথিপত্র ব্যতীত একজন প্রার্থী কোন অবস্থাতেই, কেন্দ্র-ইন-চার্জ দ্বারা উল্লিখিত পরীক্ষার জন্য উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবে না।

WB TET 2022 Admit Card
WB TET 2022 Admit Card

WB TET 2022 Admit Card – নিয়ে আরও বিস্তারিত তথ্য পেতে হলে এখানে দেখুন

WB TET exam 2022 instructions to the Candidates

কোন অবস্থাতেই প্রার্থীদের কেন্দ্রের ভিতরে নিম্নলিখিত জিনিসপত্র বহন করতে দেওয়া হবে না: –

  • যেকোন স্টেশনারি আইটেম যেমন পাঠ্য উপাদান (মুদ্রিত বা লিখিত), কাগজের বিট, জ্যামিতি/পেন্সিল বক্স, প্লাস্টিক
  • থলি, ক্যালকুলেটর, স্কেল, লেখার প্যাড, পেন ড্রাইভ, লগ টেবিল, ইলেকট্রনিক পেন/স্ক্যানার, কার্ডবোর্ড, পানির বোতল ইত্যাদি।
  • মোবাইল ফোন, ব্লুটুথ, ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার, হেলথ ব্যান্ড ইত্যাদির মতো যেকোনো যোগাযোগ যন্ত্র।
  • আরও লিস্ট নিজেদের এডমিট কার্ডের দেওয়া আছে ,যেগুলো নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।
  • পরীক্ষা শুরু হওয়ার অন্তত দুই (২) ঘণ্টা আগে প্রার্থীদের কেন্দ্রে রিপোর্ট করতে হবে।
  • পরীক্ষার সময়:দুপুর ১২.০০ থেকে দুপুর ২.৩০ পর্যন্ত।

FAQs

কিভাবে WB TET 2022 Admit Card ডাউনলোড করবেন?

প্রথমে আপনাদের কে www.wbbpe.org অথবা http://wbbprimaryeducation.org ভিজিট করুন।
এর পর “ONLINE APPLICATION FOR TEACHER ELIGIBILITY TEST-2022 (TET-2022) FOR CLASSES I TO V” এ ক্লিক করু।
এর পর “PRINT / DOWNLOAD ADMIT CARD” অপশন এ ক্লিক করুন ।
এর পর নিজের Registration Number (generated while applying for TET-2022) এবং Date of Birth নির্দিষ্ট জায়গায় বসান।
সর্বশেষে নিজের টেট এডমিট কার্ড(WB TET 2022 Admit Card ) ডাউনলোড করুন।

টেট পরীক্ষা ২০২২ কবে অনুষ্ঠিত হবে?

১১/১২/২০২২ তারিখে টেট পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হবে।

টেট পরীক্ষা ২০২২ এর জন্য কত আবেদন জমা পড়েছে?

প্রায় ৭ লক্ষ আবেদন জমা পড়েছে টেট পরীক্ষা ২০২২ এর জন্য।

কয় কপি WB TET 2022 Admit Card নিয়ে যেতে হবে পরীক্ষার হলে?

দুই কপি। একটি পরীক্ষককে জমা করতে হবে নিজের সহি করে এবং আরেকটি পরীক্ষকের সহি করে নিজেকে বাড়ি আনতে হবে।

WB TET 2022 এর রেজাল্ট কবে দেবে পর্ষদ?

খবর অনুসারে এই ডিসেম্বর মাসেই WB TET 2022 পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে পর্ষদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here