WB TET 2022 Qualification | WB 11000 Vacancy Recruitment Qualification- D.EL.Ed BED 50%, Graduation, 2020-2022 Training , very big news

8
165

WB TET 2022 Qualification (WB 11000 Vacancy Recruitment Qualification)- প্রাথমিক পর্ষদের তরফ থেকে ইতিমধ্যে জারি হয়েছে বিজ্ঞপ্তি। ১১ই ডিসেম্বর নেওয়া হবে এই বছরের প্রাথমিক টেট পরীক্ষা। পর্ষদ আগেই ঘোষণা করেছে যে এবার থেকে রাজ্যে প্রত্যেক বছর টেট পরীক্ষা নেওয়া হবে এবং বছরে দুবার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে।

পর্ষদ যে নোটিশ প্রকাশিত করেছে সেখানে পরিস্কার করে দিয়েছে যে , টেট পরীক্ষায় পাস হওয়া মানেই নিয়োগ পাওয়া নয়! টেট পরীক্ষায় উত্তীর্ণ মানে নিয়োগ এর একটি সিঁড়ি পার হওয়া।

WB TET 2022 Qualification | WB 11000 Vacancy Recruitment Qualification

যে বিজ্ঞপ্তি প্রাথমিক পর্ষদ জারি করেছে সেখানে কী কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে,তা স্পষ্ট করেছে!!

WB_TET_2022_Qualification
WB TET 2022 Qualification | WB 11000 Vacancy Recruitment Qualification

পুজোর আগেই দুটি বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। একটি শিক্ষক নিয়োগের জন্য(শূন্যপদ প্রায় ১১ হাজারেরও বেশি) এবং নতুন টেট 2022 পরীক্ষা নেওয়ার (11/12/2022) জন্য ।

নির্দিষ্ট শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে ইতিমধ্যেই তা ঘোষণা করেছেন পর্ষদ সভাপতি। এর জন্য ইতিমধ্যেই যাঁরা টেট উত্তীর্ণ তাঁদেরকে আবেদন করতে হবে। এর জন্য 21/10/22 থেকে পোর্টাল খুলবে।

TET_Examination_2022
WB TET 2022 Qualification | WB 11000 Vacancy Recruitment Qualification

কাঁদেরকে এই 11000 এর বেশি শূন্যপদে নিয়োগ করা হবে??

গত বিজ্ঞাপনে প্রাথমিক পর্ষদ জানিয়েছে, যারা টেট পাশ করেছে, তাঁদেরকে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। সেক্ষেত্রে 2014 টেট উত্তীর্ণ এবং ট্রেন্ডরা সঙ্গে 2017 টেট উত্তীর্ণরা আবেদন করতে পারবে। ট্রেন্ড এর ক্ষেত্রে যারা আগে ট্রেনিং কমপ্লিট (D.EL.Ed/D.Ed /B.Ed) করেছে এবং বর্তমানে 2020-2022 এর D.El.Ed/D.Ed/B.Ed পার্ট ওয়ানে উত্তীর্ণ তারাও বসতে পারবে। এঁদের ডকুমেন্ট স্ক্রুনিটি/ভেরিফিকেশন এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

প্রাথমিকের টেটের পরীক্ষা ১১ই ডিসেম্বর নেওয়া হবে এর জন্য ফর্ম জমা ১৪ অক্টোবর থেকে শুরু হবে বলে জানা গিয়েছে!

কারা নতুন টেটের জন্য আবেদন করতে পারবে??
১) যাঁদের D.El.Ed/D.Ed/B.El.Ed Qualified তাদের উচ্চ মাধ্যমিকে ৫০% শতাংশ নম্বর রয়েছে!

২) Reserved Category (SC/ST/OBC/PH) দেরজন্য উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ৪৫% মার্কস লাগবে।

৩) যারা B.Ed করেছে বা করছে (2020-2022 ব্যাচ) তাদের গ্র্যাজুয়েশনে ৫০% নম্বর লাগবে। সংরক্ষিতদের ৪৫% নম্বর লাগবে।

বিঃদ্রঃ- NCTE 28/06/2018 (ক্লিক করুন এখানে ডাউনলোড করতে) যে নোটিশটি জারি করেছে সেখানে বলেছে গ্রাজুয়েশনে 50% এবং বিএড চাকরিপ্রার্থীরা ক্লাস I-V এর টেটের জন্য আবেদন করতে পারবে। কিন্তু 50% নাম্বার কিভাবে ক্যালকুলেশন করা হবে তা জানায়নি! কিছুদিন আগেই কোর্ট কেসে NCTE এটা স্বীকার করেছে গ্র্যাজুয়েশনে 50% এবং বিএড হলেই সে প্রাথমিক টেটের ক্ষেত্রে যোগ্য! এর ফলে গ্রাজুয়েশনে 50% এর হিসাব নিম্ন রূপ হতে পারে, কিন্তু এটা হবে কিনা সেটা সম্পূর্ণ প্রাথমিক পর্ষদ ঠিক করবে!

  • শুধুমাত্র অনার্স এ 50%
  • শুধুমাত্র পাস এ 50%
  • অনার্স+পাস এ 50%

আগামী ২১/১০/২০২২ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। সব প্রক্রিয়া অনলাইনে হবে। চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে । আবেদনপত্র খতিয়ে দেখে অনলাইনে এডমিট কার্ড দেওয়া হবে।

পর্ষদ নতুন প্রাথমিক এবং পরে থাকা নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটি মিটিং করবে অক্টোবর মাসে বলে জানা গিয়েছে। এর পর পর্ষদের তরফে থেকে একটি অনলাইন পোর্টালও চালু করা হবে।

সেই পোর্টালে সমস্ত আবেদন এবং এডমিট কার্ড ইস্যু করা হবে।

NCTE_TEACHERS_TRAINING_COURSE_NOTICE-1
NCTE_TEACHERS_TRAINING_COURSE_NOTICE-1

ট্রেনিং এ ভর্তি হলেই বসা যাবে প্রাথমিক টেটে- নোটিশ জারি করলো NCTE – এখানে ক্লিক করে ডাউনলোড করুন।

FAQs

WB Primary TET 2022 Exam date ?

11/12/2022.

when online portal will open for wb 2022 primary tet registration?

From 14/10/2022, the online portal will be open by wbbpe for registration for 2022 primary tet.

what is 2022 wb tet online portal link for registration?

we provide shortly when it came.

The vacancy for 2014 and 2017 tet pass and trained candidates recruitment?

more than 11000.

8 COMMENTS

  1. M.A -55% +B.ed দের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষায় বসতে দেওয়া উচিৎ। কারণ B.A তে 50% না থাকায় M.A করে B.ed করেছে।

  2. ২০১৪ প্রাইমারি টেট উত্তীর্ণ, আপার প্রাইমারি প্যারা টিচার রা কি বসতে পারবে ? প্লীজ জানাবেন।

  3. Hs এ 50%নেই কিন্তু graduataion এবং D EL ED আছে। তাহলে কি টেট এ বসা যাবে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here