This Post Contents
WBCSC Non teaching Staff Recruitment Notice 2022:-কলেজে শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের, দীর্ঘদিন ঝুলে থাকার পর অবশেষে কাটলো যাবতীয় জট। অবশেষে কলেজে শিক্ষাকর্মী নিয়োগের দায়িত্ব পেতে চলেছে কলেজ সার্ভিস কমিশন। রাজ্য উচ্চ শিক্ষা দফতরের তরফে এমনই ইঙ্গিত মিলেছে। ১ ফেব্রুয়ারি থেকেই নয়া আইন কার্যকরী হবে বলেও জানা গিয়েছে।
প্রায় ১০ বছর আগেই রাজ্য সরকার আইন তৈরি করেছিল কলেজ সার্ভিস কমিশনকে সরকার নিয়ন্ত্রিত কলেজগুলির শিক্ষাকর্মী নিয়োগের {WB College Service Commission Jobs 2022} দায়িত্ব দেওয়ার জন্য। কিন্তু সেই আইন তৈরি হলেও বাস্তবে কার্যকর হচ্ছিল না। প্রায় ১০ বছর পর অবশেষে ফের সেই আইন কার্যকরী হতে চলেছে রাজ্যে বলে খবর সামনে এসেছে।
WBCSC Non teaching Staff Recruitment Notice
২০১২ সালে কমিশনকে সরকারের নিয়ন্ত্রিত কলেজগুলিতে শিক্ষাকর্মী নিয়োগের { WBCSC Non teaching Staff Recruitment} দায়িত্ব দেওয়া হয়েছিও। কিন্তু তা কার্যকর হয়নি এতদিন। উচ্চশিক্ষা দফতর কলেজের পরিচালন সমিতির হাতেই অশিক্ষক কর্মী নিয়োগের {WB College Service Commission Non teaching Staff Recruitment} দায়িত্ব বহাল রাখে। কিন্তু গতকালকে কমিশন সুত্রে জানা গিয়েছে , প্রায় ১০ বছর পর ফের পুরাতন নির্দেশিকা কার্যকর হতে চলেছে।
কি ছিল সেই পুরাতন নির্দেশিকায় ?WB College Service Commission Non teaching Staff Recruitment rules
WBCSC Non teaching Staff Recruitment Notice – পুরাতন নির্দেশিকায় বলা ছিল , যেমন ভাবে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলেজে অধ্যাপক,অধ্যক্ষ ও গ্রন্থাগারিক নিয়োগ করা হয় কলেজে, ঠিক সেই ভাবে এবার থেকে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলেজে ,অশিক্ষক কর্মী বা শিক্ষাকর্মী নিয়োগ করা হবে।
এ বার রাজ্য সরকারের নিয়ন্ত্রিত কলেজগুলিতে শিক্ষাকর্মী নিয়োগের দায়িত্ব পেল কলেজ সার্ভিস কমিশন। ১ ফেব্রয়ারি থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে কলেজ সার্ভিস কমিশনের আইন সংশোধন করে জানিয়েছে উচ্চ শিক্ষা দফতর। এতদিন ধরে বিভিন্ন কলেজগুলি নিজেদের মতো করে শিক্ষাকর্মী নিয়োগ করত।
ফলে নানা ধরনের স্বজনপোষণের অভিযোগ উঠে আসত। তবে শুধু আইন কার্যকরী নয়, কলেজে কলেজে শিক্ষাকর্মী নিয়োগ ও দ্রুত শুরু করবে কলেজ সার্ভিস কমিশন। তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিতে বলা হয়েছে কমিশনকে বলে সূত্রের খবর।
কি কি রয়েছে কলেজ সার্ভিস কমিশনের শিক্ষাকর্মী নিয়োগের নতুন নিয়মে !!/ Details about WB College Service Commission Non teaching Staff Recruitment rules !!
- এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ মারফত আবেদনপত্র নিতে হবে ।
- কলেজ সার্ভিস কমিশন নিজেদের মতো করে শিক্ষাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন দেবে।
- ক্যাটেগরই ভিত্তিক, জোন ভিত্তিক শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে।
- কমিশনের চেয়ারম্যান একটি এক্সপার্টদের নিয়ে প্যানেল তৈরি করবেন নিয়োগের জন্য।
- এক্সপার্টদের নিয়ে তৈরি করা প্যানেল নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
যদি এই বিষয়ে আরও খবর এবং তথ্য আপডেট পেতে চান তাহলে এখানে ক্লিক করুন।
নতুন নিয়োগের নোটিশটি ডাউনলোড {WB College Service Commission Jobs 2022} করতে হলে এখানে ক্লিক করুন ।
Powers and Functions of the Commission and its Zones| WBCSC Non teaching Staff Recruitment Notice
(1) There shall be eight zones of the Commission consisting of following:
- Burdwan University zone,
- Calcutta University zone,
- Gour Banga University zone,
- Kalyani University zone,
- North Bengal University zone,
- Sidho Kanho Birsha University zone,
- Vidyasagar University zone,
- West Bengal State University (Barasat, North 24-Parganas) zone:
Provided that there may be further zone or zones of the Commission as may be notified by the State Government from time to time.
(2) The jurisdictional limit of every zone of the Commission may be determined by the State Government in consultation with the Commission, by order.
CHAPTER IV– WBCSC Non teaching Staff Recruitment Notice
Provisions regarding appointment of Non-teaching employees of Government Aided Colleges in West Bengal.
13.(1) Notwithstanding anything contained in any other law for the time being in force or any contract, customs or usage to the contrary, it shall be the duty of the Commission to select persons and to recommend for appointment to the post of Non-teaching employees of Government aided Colleges in West Bengal.
(2) The members of the Commission shall render necessary advice to the Chairperson in preparing panels of selected candidates for appointment to the post of Non-teaching employees in various Government aided Colleges in such a manner as may be provided by regulations.
(3) There shall be a separate panel of selected candidates for each category of post for each zone.
(4) For selection of persons for appointment to the post of Non-teaching employees in various Government aided Colleges, the Commission shall prepare separate panel of experts which may include the Chairperson himself and such other Members of the Commission as may be provided for by regulations.
14.(1) The manner of selection of persons for appointment to the post of Non- teaching employees in various Government aided Colleges shall be such as may be provided by regulations.
(2) The conditions regarding eligibility for selection of persons to the post of Non-teaching employees in various Government aided Colleges shall be such as may be prescribed by rules.
(3) In selection of persons for appointment to the post of Non-teaching employees, the Commission shall take steps requisitioning names of eligible candidates from each and respective District Employment Exchange along with wide publication of advertisement in the newspapers having circulation throughout the State of West Bengal.