Wbssc news for 15000 teachers recruitment,upper primary,class 9 10 fourth phase ,hm thard phase news

0
25

দীর্ঘদিন শিক্ষক নিয়োগ বন্ধের মধ্যে কিছুটা সুখবর আসছে আপার প্ৰাইমারী শিক্ষক নিয়োগ নিয়ে। স্কুল সার্ভিস কমিশনের যেই পদটি নিয়ে চাকরিপ্রার্থীদের।মধ্যে সবচেয়ে বেশি আগে আগ্রহ সেটা হল আপার প্ৰাইমারী শিক্ষক নিয়োগ নিয়ে । কারণ ইতিমধ্যেই কোর্ট কেসের জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে রয়েছে আপার প্ৰাইমারী লেভেল শিক্ষক নিয়োগ।

তবে যেটা জানা যাচ্ছে, সৌমিত্রবাবুর একটি নিউজ পেপার কে জানিয়েছেন যে ,পুজোর আগে অন্যান্য নিয়োগ প্রক্রিয়া এবং উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশের কাজ শেষ হয়ে যাবে। তারপর সরকারের নির্দেশ অনুযায়ী নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।

ফলে মনে করা হচ্ছে আপার প্ৰাইমারীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত শেষ করতে ssc কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে।

এই দিকে আজ একাদশ – দ্বাদশ শ্রেণীর চতুর্থ কাউন্সিলিং 4 এবং 5 সেপ্টেম্বর এ হবে তার আগে আজ তার শুন্য পদ নিজের ওয়েবসাইট দেবে ssc। যতটুকু জানা যাচ্ছে যে এর জন্য প্রায় 600 থেকে 700 টি শুন্য পদ থাকবে।

একাদশ – দ্বাদশ শ্রেণীর চতুর্থ কাউন্সিলিং পর নবম-দশম শ্রেনীর চতুর্থ কাউন্সিলিং হবে তার জন্য শুন্য পদ থাকতে পারে প্রায় 1500 এর মতন।

এই দিকে হেড মাস্টার নিয়োগ প্রক্রিয়া কছু শুন্য পদ পরে আছে সেখানেও তৃতীয় ফেজ খুব তাড়াতাড়ি হবে বলেও জানা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here