এসএসসি কেলেঙ্কারি (WBSSC Tainted Candidates List Published): ১৮৫৯ জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করে প্রত্যহার করে নিল স্কুল সার্ভিস কমিশন! কিছুক্ষনের মধ্যেই ফের তালিকা আপলোড করা হবে ! মোট ২৭ পাতার তালিকা আপলোড করা হয়েছে! কিছুক্ষনের মধ্যেই www.wbedu .in সাইটে দেখা যাবে! এখানে ক্লিক করে সেই লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন !
এসএসসি কেলেঙ্কারি: তালিকা প্রকাশের আগেই ফাঁস! ১৮৫৯ অযোগ্য প্রার্থীর নাম নিয়ে বিভ্রান্তি! WBSSC Tainted Candidates List Published
কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) বহুল প্রতীক্ষিত ১৮৫৯ জন অযোগ্য প্রার্থীর তালিকা সরকারিভাবে প্রকাশের আগেই ফাঁস হয়ে যাওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর শনিবার এই তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মহলে একটি তালিকা ঘুরতে শুরু করে, যা নিয়ে বিভ্রান্তি চরমে ওঠে। যদিও স্কুল সার্ভিস কমিশন সরকারিভাবে তালিকা প্রকাশ করে আবার প্রত্যাহারের কোনও ঘোষণা করেনি।
সুপ্রিম কোর্ট শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ৭ দিনের মধ্যে ‘কলঙ্কিত’ বা অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল। সেইমতো শনিবার, ৩০শে আগস্ট, নবম-দশম শ্রেণীর ৯৯৩ জন এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর ৮১০ জন, অর্থাৎ মোট ১৮৫৯ জন অযোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করার কথা ছিল কমিশনের। এই তালিকা প্রকাশের অপেক্ষায় ছিলেন লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী এবং রাজ্যের সাধারণ মানুষ।
কিন্তু নির্ধারিত সময়ের আগেই একটি তালিকা প্রকাশ্যে আসায় বিতর্ক শুরু হয়। এই ফাঁস হওয়া তালিকাটিই আসল কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এই ঘটনায় কমিশনের ভূমিকা এবং তথ্যের গোপনীয়তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বহু প্রতীক্ষিত এই তালিকা প্রকাশকে কেন্দ্র করে এমন নাটকীয় পরিস্থিতি তৈরি হওয়ায় গোটা প্রক্রিয়াটির স্বচ্ছতা নিয়ে আরও একবার প্রশ্নচিহ্ন দেখা দিল।

স্কুল সার্ভিস কমিশন এই বিভ্রান্তি বা তালিকা ফাঁস হওয়ার অভিযোগ নিয়ে সরকারিভাবে এখনও কোনও বিবৃতি দেয়নি। ফলে, সরকারিভাবে প্রকাশিত তালিকা এবং ফাঁস হওয়া তালিকার সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত বিভ্রান্তি বজায় থাকছে। এই ঘটনা রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় একটি নতুন মাত্রা যোগ করল, যা কমিশনের উপর চাপ আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।