(PDF) WBSSC TAINTED LIST DOWNLOAD- বাড়ল অযোগ্য শিক্ষকের সংখ্যা,নতুন লিস্ট জারি!

SSC-26000
SSC-26000

স্কুল সার্ভিস কমিশনের তালিকায় বাড়ল দাগির সংখ্যা, এবার ১,৮০৬

WBSSC TAINTED LIST DOWNLOAD(📰 Published: 31 August 2025):- পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রথম দাগি তালিকায় নতুন করে যুক্ত হল আরও দু’জন শিক্ষকের নাম। এর ফলে প্রথম তালিকায় দাগি শিক্ষকের সংখ্যা ১,৮০৪ থেকে বেড়ে দাঁড়াল ১,৮০৬। এখানে ক্লিক করে লেটেস্ট লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন।

নতুন নাম কারা? WBSSC TAINTED LIST DOWNLOAD

রবিবার রাতে প্রকাশিত SSC-র নতুন তালিকায় উঠে এসেছে দু’জন শিক্ষকের নাম—

  1. রোশেনারা খাতুন: তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে ও চোপড়ার বাসিন্দা।
  2. সঞ্চিতা দাস: আরও এক দাগি শিক্ষিকা, যাঁর নাম প্রথম তালিকায় ছিল না।

প্রশ্ন উঠছে কেন বাদ গেল প্রথম তালিকা থেকে?

প্রথম তালিকায় এই নাম দু’টি না থাকার কারণ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। বিশেষত রাজনৈতিক মহলে তৃণমূল বিধায়কের মেয়ের নাম বাদ পড়ায় জল্পনা আরও বেড়েছে।

বাড়ছে বিতর্ক

দাগি শিক্ষকের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিতর্ক ফের মাথাচাড়া দিচ্ছে। শিক্ষা মহল থেকে রাজনৈতিক অঙ্গন— সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দু SSC-র নতুন (WBSSC TAINTED LIST DOWNLOAD) তালিকা। 👉 এখন SSC-র নজর কাড়ছে, ঠিক কতজনের নাম এই দাগি তালিকায় শেষমেশ যুক্ত হয় এবং ভবিষ্যতে নিয়োগ বাতিল নিয়ে কমিশনের অবস্থান কী থাকে।


WBSSC TAINTED LIST DOWNLOAD
WBSSC-2nd-SLST-Admit-Card-Rejection-list

WBSSC 2nd SLST Admit Card Rejection list- ‘দাগি অযোগ্য’দের অ্যাডমিট কার্ড বাতিল!-Click here to read this news


ট্যাগ (Tags) SSC, দাগি শিক্ষক, শিক্ষক নিয়োগ, West Bengal News, #WBSSC_TAINTED_LIST


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here