WBSSC Teachers Recruitment New Rules 2022-ফিরে আসছে ইন্টারভিউ,শূন্য পদের হিসাব,সাবজেক্ট হবে MCQ,very big news

0
32

WBSSC Teachers Recruitment New Rules 2022– এই মুহূর্তে রাজ্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে খুবই বড় খবর আপডেট বেরিয়ে আসছে । জানা গিয়েছে স্কুল সার্ভিস কমিশন {WBSSC} ২০২০ সালে যে রিক্রুটমেন্ট রুলস এর মাধ্যমে সাঁওতালি মিডিয়ামে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, এবার সেই নিয়মের কিছু পরিবর্তন আনছে। 2022 সালে যে নতুন পরীক্ষা নেওয়া হবে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য ক্লাস নাইন,টেন,ইলেভেন টুয়েলভ এর ক্ষেত্রে , সেই নিয়ম নীতির {WBSSC Teachers Recruitment New Rules 2022} পরিবর্তন আনছে ।

স্কুল সার্ভিস কমিশন নতুন গেজেট {wbssc new gazette notification 2022} নোটিফিকেশন জারি করতে পারে খুব শ্রীঘ্রর বলে খবর। আপনারা নিচে দেওয়া লিংকে ক্লিক করে এই নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবেন ।

WBSSC Teachers Recruitment New Rules 2022

এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে স্কুল সার্ভিস কমিশন {WBSSC} তাদের যে ২০২০ সালের গেজেট নোটিফিকেশন প্রকাশ করেছিল , তার কিছু মডিফিকেশন করতে চলেছে এবং সেই মডিফিকেশন কি কি তা নীচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

WBSSC_Teachers_Recruitment_New_Rules_2022
WBSSC Teachers Recruitment New Rules 2022

আজকে যে খবর আপডেটটি বেরিয়ে আসছে সেখানে দেখা যাচ্ছে যে রাজ্যে ক্লাস নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ এর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে চলেছে স্কুল সার্ভিস কমিশন । ইতিমধ্যেই শিক্ষাদপ্তর থেকে সমস্ত অনুমোদন মিলেছে সেই বিষয়ে বলে খবর। এর জন্য স্কুল সার্ভিস কমিশন কেন্দ্রীয়ভাবে একটি নোটিফিকেশন জারি করবে বলে খবর রয়েছে । বেশকিছু পরিবর্তন থাকছে নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে ।

স্কুল সার্ভিস কমিশন ২০২০ একটি গেজেট নোটিফিকেশন প্রকাশ করেছিল। সেই গেজেটের ভিত্তিতে সাঁওতালি মিডিয়ামের শিক্ষক নিয়োগ করা হয় । কিন্তু আজকে যে খবর আসছে সেখানে দেখা যাচ্ছে, যে সেই গেজেটের কিছু পরিবর্তন করা হবে নতুন শিক্ষক নিয়োগের জন্য ক্লাসস ৯ থেকে ১২ এর জন্য। কি কি পরিবর্তন হয়েছে তা বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

WBSSC Teachers Recruitment New Rules 2022

  • প্রথম পরিবর্তন হচ্ছে – দুটি পরীক্ষা নেওয়া হবে।
  • 100 নম্বরের টেট বা প্রিলিমিনারি টেস্ট এবং 100 নাম্বারের সাবজেক্ট এর পরীক্ষা।
  • দুটিই পরীক্ষা ওএমআর শিটে নেওয়া হবে।
  • অর্থাৎ দুটি পরীক্ষায় MCQ টাইপের প্রশ্ন থাকবে।
  • ইন্টারভিউ প্রক্রিয়াকে ফিরিয়ে আনা হচ্ছে ।
  • আগে ইন্টারভিউ প্রক্রিয়া সাঁওতালি মিডিয়ামে উঠিয়ে দেওয়া হয়েছিল ২০২০ সালের গেজেট নোটিফিকেশন অনুযায়ী।
  • সেই প্রক্রিয়াকে আবার ফিরিয়ে আনা হচ্ছে ।

এর সঙ্গে খবরে এ উঠে আসচে যে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে তার জন্য স্কুল শিক্ষা দপ্তর থেকে বিভিন্ন বিষয়ে অনুমোদন পেয়েছে স্কুল সার্ভিস কমিশন। সেই অনুমোদনে ভিত্তিতে জানা গিয়েছে যে, ক্লাস নাইন- টেনের জন্য শূন্য পদ হবে প্রায় 14 থেকে 15 হাজার এর মতন এবং ক্লাস ইলেভেন-টুয়েলভ এর জন্য শূন্য পদের সংখ্যা হবে প্রায় চার থেকে পাঁচ হাজারের মতন। অর্থাৎ সবমিলিয়ে ক্লাস ৯ থেকে ১০ এর জন্য যে 2nd SLST Exam- এর শূন্যপদ হবে সেটা ২০,০০০-২১,০০০ এর কাছাকাছি বলে জানা গিয়েছে।

কোন নিয়োগ প্রক্রিয়া কখন হবে?

জানা গিয়েছে যে এই যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে নোটিফিকেশন জারি হয়েছে এবং শূন্যপদ বৃদ্ধি করা হয়েছে, এক্ষেত্রে প্রথমে নিয়োগ করা হবে ওয়েট লিস্ট ক্যান্ডিডেটদেরকে। এরপর নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে । তার জন্য প্রথম বিজ্ঞপ্তি বেরোবে প্রধান শিক্ষক শিক্ষিকার নিয়োগের জন্য । সেটা সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানা গিয়েছে ।

১.ওয়েটলিস্টেড ক্যান্ডিডেটদেরকে নিয়োগ।
২.এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে প্রধান শিক্ষক শিক্ষিকার নিয়োগের জন্য
৩. এরপর যে নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে সহকারী শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য ।
WBSSC Teachers Recruitment New Rules 2022

To see Notice about – WB 738 Librarians Recruitment Click Here

এই নিয়ে আরোও বিস্তারিত খবর পড়তে এখানে ক্লিক করুন

স্কুল সার্ভিস কমিশন নিয়ে বিভিন্ন খবর তথ্য এবং নোটিশ পেতে এখানে ক্লিক করুন।

FAQs

কখন জারি হবে WBSSC Teachers Recruitment New Rules 2022?

খুব তাড়াতাড়ি বলে খবর।

নতুন পরীক্ষার যেটা নেওয়া হবে সেটা কোন কোন ক্ষেত্রে?

WBSSC যে নতুন পরীক্ষা নেবে সেটা ক্লাস ৯-১২ শিক্ষক নিয়োগ এবং হেডমাস্টার এর ক্ষেত্রে।

নতুন পরীক্ষায় ক্লাস ৯-১০ এর জন্য কত শূন্য পদ থাকবে?

জানা গিয়েছে প্রায়, ১৪,০০০-১৫,০০০। তবে যেহেতু এটা প্রাথমিক ধারণা তাই শূন্য পদের একটু বাড়া কমা হতে পারে।

নতুন পরীক্ষায় ক্লাস ১১-১২ এর জন্য কত শূন্য পদ থাকবে?

জানা গিয়েছে প্রায়, ৪,০০০-৫,০০০। তবে যেহেতু এটা প্রাথমিক ধারণা তাই শূন্য পদের একটু বাড়া কমা হতে পারে।

গ্রুপ সি – গ্রুপ ডি এবং আপার প্রাইমারি কি নতুন পরীক্ষা নেওয়া হবে না ?

এই নিয়ে এখনও অব্দি কোনও নিউজ আমরা পাই নি, তবে মনে করা হচ্ছে এই নিয়েও নতুন পরীক্ষা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here