যত দিন কমে আসছে UPPER PRIMARY তে অভিযোগ জমা দেওয়া নিয়ে ততই নতুন অভিযোগ জমা পড়ছে বলে খবর। 25 শে অক্টোবর লাস্ট ডেট হচ্ছে অভিযোগ জমা দেওয়ার। যদিও রাজ্যে উচ্চ প্রাথমিকে (পঞ্চম থেকে অষ্টম শ্রেণী) শিক্ষক নিয়োগ ঘিরে নয়া সমস্যা সৃষ্টি হয়েছে কিন্তু স্কুল সার্ভিস কমিশন তথা শিক্ষামন্ত্রী ভরসা জুগিয়েছেন যে,সমস্ত অভিযোগ উত্তর তাঁদের কাছে রয়েছে। ফলে যতই অভিযোগ জমা পড়ুক UPPER PRIMARY তে দ্রুত শিক্ষক নিয়োগ করতে স্কুল সার্ভিস কমিশন প্রস্তুত।
UPPER PRIMARY সম্পূর্ণ মেধাতালিকা এক ক্লিক এ দেখুন ,সাবজেক্ট অনুসারে।
এখনও অব্দি বিভিন্ন সংবাদ পত্রে প্রকাশিত খবর অনুযায়ী প্রায় 4000 মতন অভিযোগ জমা পড়েছে এবং সেইগুলো কে বিকাশ ভবনে পাঠানো হচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছে। যদিও এখন হাতে প্রায় 5 দিন সময় রয়েছে এই অভিযোগ প্রায় 7 হাজার ছুঁয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
কলকাতা হাইকোর্টে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে মামলা হয় । ফলে কোর্টের স্টে অর্ডার এর জন্য দীর্ঘ দিন মেধা তালিকা প্রকাশ আটকে ছিল। যা গত শুনানিতে কলকাতা হাইকোর্ট স্টে অর্ডার তুলে নিয়ে মেধা তালিকা প্রকাশ এর অনুমতি দেওয়া হয়। কিন্তু সেই মেধা তালিকা নিয়ে কারোর কোনও অভিযোগ থাকলে সেটা SSC এর অফিসে জমা করতে নির্দেশ দেয় কোর্ট ।
অভিযোগের বহর দেখে মনে করা হচ্ছে যে ,কোর্ট 30 অক্টোবর এর পর সম্পূর্ণ রূপে খুললে আবার UPPER PRIMARY নিয়ে নতুন মামলা হতে পারে ! ফলে আবার এই নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যেতে পারে। কিন্তু সেটা কোর্ট গ্রহণ করবে কিনা সেটাও দেখার বিষয় কারণ যে মামলার ভিত্তিতে অভিযোগ জমা নেওয়া হচ্ছে সেই মূল মামলা টি এখনও নিষ্পত্তি হয় নি। ফলে এখন কোর্ট সম্পূর্ণ রূপে খুললে নভেম্বর এ প্রথম সপ্তাহে এই মামলাটি নিষ্পত্তি জন্য উঠবে। সেখানেই বোঝা যাবে এই মামলার গতিপ্রকৃতি ।
অপর দিকে কিছু দিন আগেই শিক্ষা মন্ত্রীর বক্তব্য এবং যে ভাবে কাজ এগোচ্ছে তাতে স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণ রূপে প্রস্তুত সমস্ত অভিযোগের উত্তর দিতে। কারণ তাঁদের ব্যাখ্যা যে,অভিযোগ করলে সেটা সত্য না হতেও পারে। এবং যে সমস্ত অভিযোগ গুলো সঠিক সেই গুলো নিয়ে ইতিমধ্যে কারেকশন করার কাজ শুরু হয়েছে !! ফলে স্কুল সার্ভিস কমিশন প্রস্তুত আদালতে অভিযোগ এর উত্তর দিতে।
আরও পড়ুন –আপার প্ৰাইমারী সমস্ত অভিযোগ নিয়ে দ্রুত ব্যবস্থা এবং দ্রুত শিক্ষক নিয়োগ !!
ফলে আপার প্ৰাইমারী নিয়ে কোর্ট কি বলে সেই দিকে তাকিয়ে থাকবে SSC,মামলাকারীরা এবং চাকরিপ্রার্থীরা। কারণ UPPER PRIMARY নিয়ে সমস্ত ভাগ্য ঝুলে রয়েছে এখন কোর্টের হাতে। যেটা নভেম্বর এ আসার চান্স খুব বেশি।
অপর দিকে একটা অনেক আগেকার সিট বৃদ্ধি খবর কে এখন পরিবেশন করা হচ্ছে । পেপার কাটিং করে দেখানো হচ্ছে যে,7000 হাজার এর মতন সিট বৃদ্ধি করা হবে সেটা এখন কার নয়। সেটা অনেক আগেকার । ফলে সিট বৃদ্ধি না হবার চান্স বেশি। কমিশন যে প্রায় 14,339(work & phy বাদে) টি সিট এ শিক্ষক নিয়োগ এর কথা জানিয়েছে। সেই পরিমান শূন্যপদ নিয়ে হবে অপার প্ৰাইমারীতে শিক্ষক নিয়োগ।
![[PDF] WBSSC Upper Primary School List In West Bengal- List Of Schools Upper Primary Level WBSSC_Upper_Primary_School_List_In_West_Bengal](https://www.wbedu.in/wp-content/uploads/2023/11/WBSSC_Upper_Primary_School_List_In_West_Bengal-218x150.jpg)
![[Merit list]WB Upper Primary merit List,wbssc upper primary merit list,upper primary merit list 2023 WB_Upper_Primary_merit_List](https://www.wbedu.in/wp-content/uploads/2023/08/WB_Upper_Primary_merit_List-218x150.jpg)



