{সময় পরিবর্তন}West Bengal HS Examination New Time Table Notice In 2021,very big news

0
76

West Bengal HS Examination New Time Table Notice:- New notification was published by WBCHSE for upcoming West Bengal Higher Secondary examination 2021.Latest Notice suggest that examination will started from 1.PM. To download notice and read news visit below article.

West Bengal HS Examination New Time Table Notice

এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সামনে এসেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা {West Bengal HS Examination New Time Table Notice} ২০২১ কে কেন্দ্র করে। আপনারা জানেন যে আগেই দেশের বিভিন্ন বোর্ড পরীক্ষা কেনসেল করা হয়েছে অথবা পিছিয়ে দেওয়া হয়েছে।

আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নোটিশ জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এই বছরের অর্থাৎ ২০২১ সালের HS Examination এর সময়ের পরিবর্তন করা হয়েছে।

West_Bengal_HS_Examination_New_Time_Table_Notice-
West_Bengal_HS_Examination_New_Time_Table_Notice-

West Bengal HS Examination New Time Table Notice

West Bengal HS Examination New Time Table

এই নোটিশে বলা হয়েছে যে পরীক্ষা ১০ টা থেকে ১.১৫ মিনিট থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা পরিবর্তন করা হয়েছে। নোটিশে বলা হয়েছে পরীক্ষা পরিবর্তীত সময় সূচীতে হবে। নতুন সময় সূচি হল ১২টা থেকে পরীক্ষা শুরু হবে এবং চলবে ৩.১৫ মিনিট পর্যন্ত।

West Bengal HS Examination New Time Table

নোটিশটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি হবে ??

এই নোটিশেই WBCHSE এর তরফে জানানো হয়েছে যে এই বছরের অর্থাৎ ২০২১ সালের পরীক্ষা নির্দিষ্ট সূচি মেনে নেওয়া হবে !! কিন্তু এর জন্য সংসদ সমস্ত পরিস্থিতির উপর নজর রেখেছে। যদি কোনও পরিবর্তন করা হয় তাহলে সঠিক সময়ে সেটা জানিয়ে দেওয়া হবে।

এই বছরের ক্লাস ১১ এর পরীক্ষা কি হবে ??

আবার এই দিকে ক্লাস ১১ এর ২০২১ সালের পরীক্ষার বিরাট পরিবর্তন করা হয়েছে। সেই নিউজটা পড়তে এখানে ক্লিক করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here