This Post Contents
West Bengal MP-HS Board examination 2021 :- বাতিল হচ্ছে না মাধ্যমিক-উচ্চমাধ্যমিক {West Bengal MP-HS Board examination 2021} পরীক্ষা ২০২১, আজকে একথা স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মাননীয় শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তিনি আজকে প্রেস কনফারেন্স করেন। সঙ্গে ছিলেন শিক্ষা সচিব মনিশ জৈন্য। বাতিল নয়, করোনা নিয়ন্ত্রণে এলেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক’, ‘করোনা-নিয়ন্ত্রণে এলেই মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের দিন ঘোষণা’ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ঘোষণা, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু।
West Bengal MP-HS Board examination 2021
কবে হবে মাধ্যমিক {Madhyamik} এবং উচ্চমাধ্যমিক {HS} পরীক্ষা?? সেই নিয়ে উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে ছাত্রছাত্রী এবং অভিভাবরা। আজকে প্রেস কনফারেন্স করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে তিনি স্পষ্ট ভাবে জানিয়েদেন যে, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই পরীক্ষা হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। তাঁর সঙ্গে তিনি আলোচনা করবেন। পরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড আলাদা আলাদা প্রেস কনফারেন্স করে পরীক্ষা নিয়ে বাকী থাকা সিধান্ত জানিয়ে দেবেন।
কিছু দিন আগেই রাজ্য সরকার ১৫ দিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেন। এই লকডাউন ঘোষণা হবার ঠিক পরে পরে রাজ্যে প্রায় সমস্ত বোর্ড তাঁদের বোর্ড পরীক্ষা যে গুলো জুন মাসে হবার কথা ছিল সেই পরীক্ষা গুলো পিছিয়ে দেয়।
যদি পরীক্ষা কবে হবে বা আদও হবে কি না সেই উত্তরের খোঁজে এখনও দিশেহারা কয়েক লক্ষ পড়ুয়া এবং তাদের অভিভাবকরা। সম্ভাব্য দিনক্ষণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছুই বলতে পারলেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। আজকে {বৃহস্পতিবার} সাংবাদিক বৈঠক করে তিনি জানান, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই পরীক্ষা হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নেবেন বলেও জানালেন শিক্ষামন্ত্রী।
West Bengal MP-HS Board examination 2021
আজকের প্রেস কনফারেন্স থেকে সামান্য হলেও বোর্ড পরীক্ষা নিয়ে একটি ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। যার ফলে অল্প হলেও ছাত্রছাত্রী এবং অভিভাবদের কাছে একটা বার্তা এল বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এই কঠিন পরিস্থিতির উপর নজর রেখে উচ্চমাধ্যমিক হোম সেন্টারে নেওয়া হবে বলে ইতিমধ্যেই সংসদের তরফে আগেই নোটিশ জারি করা হয়েছে। তবে মাধ্যমিকের ক্ষেত্রে হোম সেন্টার হবে কিনা, সে বিষয়েও এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এর সঙ্গে মিড ডে মিল বিতরণ নির্দিষ্ট সময় মেনে প্রত্যেক মাসে করা এবং স্কুলে স্কুলে সেফ হোম করার কথাও তিনি জানান !!