Very big news about West Bengal Primary teachers recruitment in 2021

0
34

Very big and important news and updates are out today about West Bengal Primary teachers recruitment.Cm Mamata Banerjee announce today about Wb Primary TET exam in 2021.Also She added that the interview for recruitment of 16500 primary teachers also will be conduct in the month of January 2021.All details updates and date was discuss in this post.

West Bengal Primary teachers recruitment

আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক নিয়োগ এবং শিক্ষকদের ট্রান্সফার নিয়ে একাধিক ঘোষণা করেছেন। West Bengal Primary teachers recruitment নিয়ে তিনি যে সমস্ত আপডেট দিয়েছেন তা আজ আমরা আপনাদের সামনে এই পোষ্টের মাধ্যমে তুলে ধরবো।

West_Bengal_Primary_teachers_recruitment
West_Bengal_Primary_teachers_recruitment

তিনি আজ ঘোষণা করেন যে রাজ্য ১৬৫০০ ,২০১৪ টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট দের থেকে নিয়োগ করা হবে। এর জন্য প্রাথমিক পর্ষদ ২৩ শে নভেম্বর থেকে তথ্য যাচাই করেছে যে কোন কোন ২০১৪ টেট পাস ক্যান্ডিডেট ট্রেন্ড রয়েছে। আগামী কাল অর্থাৎ ২৩শে ডিসেম্বর এই নিয়ে প্রাথমিক পর্ষদ নোটিশ জারি করবে।

১৬৫০০ নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের আগামী জানুয়ারি মাসের ১০ তারিখ থেক ১৭ তারিখ অব্দি ইন্টার্ভিউ নেওয়া হবে। এর পর তাঁদের প্রাথমিক শিক্ষক রূপে নিয়োগ করা হবে।

এর সঙ্গে আজ আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে আগেই যে ২.৫ লক্ষ প্রার্থী টেট পরীক্ষার জন্য আবেদন করেছেন তাঁদের তৃতীয় প্রাথমিক টেট পরীক্ষা ২০২১ সালের জানুয়ারি মাসে নেওয়া হবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পেতে এখানে ক্লিক করুন

আগামীকাল প্রাথমিক টেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাই আমাদের পেজটি নিয়মিত ভিজিট করুন।

West_Bengal_Primary_teachers
West_Bengal_Primary_teachers

West Bengal Primary teachers recruitment

এই নিয়ে নীচের ভিডিওটি দেখুন

https://fb.watch/2xHeZ_bqn9/

এর সঙ্গে আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের ট্রান্সফার নিয়ে বলেন যে , কিছু শিক্ষকদের ট্রান্সফার দেওয়া হয়েছে আর বাকি শিক্ষকদের ট্রান্সফার দেওয়া কাজ চলছে। তিনি জানান যে শিক্ষকদের জেলা ট্রান্সফার দেওয়া হবে।

আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পেতে এখানে ক্লিক করুন

মুখ্যমন্ত্রী জানান যে প্রায় ৯.৫ লক্ষ ছাত্রছাত্রীদের যে ট্যাব{ Mobile-Tab} দেওয়া হবে বলে জানানো হয়েছিল, সেটা এখনই দেওয়া সম্ভব হচ্ছে না ট্যাবের {Mobile-Tab} সংখ্যা পর্যাপ্ত পরিমানে না থাকার কারনে । সেই জন্য রাজ্য সরকার ঠিক করেছে আজ থেকে আগামী ৩ সপ্তাহের মধ্যে ক্লাস ১২ এর ছাত্রছাত্রীদের জন্য একাউন্টে সরাসরি ১০,০০০ হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হবে। সেই টাকা দিয়ে তাঁরা ট্যাব {Mobile-Tab} অথবা বড় স্মার্ট {Smart Phone} ফোন কিনে নিতে পারবে।

WBSSC নতুন রিক্রুটমেন্ট রুলস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন। (wbssc-gazette-notification-2020-pdf)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here