Home NEWS অকৃতকার্যদের মাধ্যমিকে পরীক্ষায় বসার নির্দেশ ডিআইয়ের !
মুর্শিদাবাদ জেলায় মাধ্যমিক টেস্টে অকৃতকার্য কোনও ছাত্রছাত্রীকে আটকানো যাবে না,এই মর্মে নোটিশ জারি করেছেন মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) অর্থাৎ ডিআই অমরকুমার শীল। টেস্টে যারা অকৃতকার্য হয়েছে তাদেরকে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষায় বসতে দিতে হবে।
টেস্টে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য ফর্ম ফিল আপের কাজও স্কুলগুলিকে দ্রুত শুরু করতে বলেছেন তিনি। এ নিয়ে শিক্ষক মহলে আলোড়ন পড়ে গিয়েছে।
প্রসঙ্গত, গত 10 ই ডিসেম্বর ডিআই প্রথমে মহাকালী পাঠশালার ২৭ জন অকৃতকার্যকে পরীক্ষায় বসার ব্যবস্থা করার জন্য স্কুলকে নির্দেশ দেন। তারপরে জেলার সব স্কুলের জন্যই সেই নির্দেশ জারি হয়। এখনও পর্যন্ত কোনও জেলায় এমন নির্দেশের খবর পাওয়া যায়নি ।
কিছু শিক্ষক সংগঠন এই রায়কে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেন। এই রকম সিদ্ধান্ত অন্য কোনও জেলা থেকে আসে কিনা, এখন সেটাই দেখার।