আজ পে প্রোটেকশন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর , সঙ্গে কলেজ শিক্ষকদের বেতন বৃদ্ধি ঘোষণা

0
28

আজ মুখ্যমন্ত্রী অনেকগুলি ঘোষণা করেছেন কলেজের-অতিথি-অধ্যাপকদের জন্য। তাঁর মধ্যে গুরুত্বপূর্ণ হল বেতন বৃদ্ধি এবং পে প্রোটেকশন নিয়ে। দুটি গ্রুপ এ ভাগ করা হবে এবার কলেজের-অতিথি-অধ্যাপকদের । এর সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তা নীচের ভিডিও তে দেওয়া হল।

আজ হওড়ার প্রশানিক সভা থেকে সরকারি কর্মীদের উদ্দেশ্য করে  আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, ‘‘ত্রিপুরা আর বাংলা একমাত্র পেনশন দিত৷ ত্রিপুরা পেনশন বন্ধ করে দিয়েছে৷ কিন্তু বাংলা এখনও করেনি৷ ৫৬ হাজার কোটি টাকা দেনা শোধ করেও আমরা ১২৩ শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে চলেছি৷ এক তারিখে শিক্ষকরা বেতন পান৷ আগে পেতেন না৷ এখন পেনশনটাও পাওয়া যায়৷ পে কমিশন যেটা প্রস্তাব করবে, যতটা আমাদের কুলাবে ততটা আমরা করব৷’’ 

কলেজের পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি :-
মাননীয় মুঃখমূন্ত্রী এইমাত্র ঘোষণা করলেন PTT, CWTT, GUEST TEQCHER এখন থেকে govt approved college teacher.
** বেতনক্রম
Net/Set with above 10 years-30000/-
Net/Set below 10 years-26000/-
Non Net above 10years – 20000/-
Non Net below 10 years- 15000/-

৬০ বছর স্থায়ী ।
প্রতিবছর ৩% ইনক্রিমেন্ট ।
১ লাখ থেকে ৩ লাখ graduity  করা হয়েছে ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here