কি হল আজ প্রতিভা মন্ডলের প্রাথমিকের ভুল প্রশ্ন মামলা রায়?

0
28

আজ ছিল প্রতিভা মন্ডলের contempt of court order কেসের শুনানি।মাননীয়া জাজ সমাপ্তি চ্যাটার্জী আগেই এই মামলার শুনানি গত 3রা অক্টোবর জাজমেন্ট দিয়েছিলেন। যে সমস্ত মামালাকারী আছে এই কেসের তাদের খাতা খাতা মূল্যায়ন করতে হবে এবং যেসমস্ত প্রশ্ন ভুল আছে সেই প্রশ্নের নাম্বার দিয়ে যদি তারা পাস মার্ক পায় তাহলে তাদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে প্রাথমিক পর্ষদকে।

কিন্তু দীর্ঘ 10 মাস কেটে গেলেও তাদের চাকরি নিয়ে কোনও আপডেট বেরিয়ে না আসায় মামলাকারীরা আবার কলকাতা হাইকোর্টে contempt of court order case file করেন।

সেই মামলার শুনানিতে মাননীয়া জাজ সমাপ্তি চ্যাটার্জী আজ  জানিয়েছেন যে যদি এই সমস্ত প্রসেস নিয়ে কিছু আপডেট না হয় তাহলে ১৯ তারিখ আরসি বাগচি কে সশরীরে কোর্টে উপস্থিত থাকতে হবে তিনি নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে।

অর্থাৎ প্রায় 500 জন চাকরিপ্রার্থীর ভাগ্য খুলতে চলেছে প্রাথমিকে চাকরির পাওয়ার জন্য। তবে এখনও কোর্টের অর্ডার কপি হাতে পাওয়া যায়নি।সেটা পাওয়া গেলে উপরোক্ত তথ্য গুলোর সম্পর্কে আরও পরিস্কার ধারণা পাওয়া যাবে।

আমরা কোর্টের অর্ডার কপির জন্য অপেক্ষা করছি সেটা সেটা যখনই পাবো তা আপনাদের সঙ্গে share করবো।নিয়মিত ফল করুন আপডেট পেতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here