এখন অব্দি প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে সমস্যা কাটার নাম নিচ্ছে না । গত ২৬ শে জুলাই যে নোটিফিকেশান বিকাশ ভবন থেকে পাব্লিশ করা হয়েছিল তাতে কোন নিয়মে বেতন বৃদ্ধি হবে তা উল্লেখ করেনি । ফলে এখন বিভিন্ন ডিপিএসসিতে প্রাথমিক শিক্ষকরা আন্দোলন এবং ডেপুটেসন দিচ্ছে। প্রাথমিকে বেতন বৃদ্ধি নিয়ে যখনই নতুন ফর্মুলা আসবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব।
এখন বিভিন্ন ডিপিএসসি যে ভাবে ফর্ম পুরনের জন্য নোটিশ জারি করেছে সেই অনুযায়ী দুটি সাম্ভাভ্য ক্যালকুলেটর নীচে দেওয়া হল । প্রথমটি প্রশিক্ষিতদের এবং নীচের টি প্রশিক্ষণহীনদের জন্য। এগুলো সাম্ভাভ্য ফর্মুলা দিয়ে তৈরি করা। তাই এর হিসােব কিছু ভুল থাকলেও থাকতে পারে । তাই কিছু ভুল ধরা পরলে তা আমাদের জানাবেন।
এই দিকে সন্দিপ ঘোষ(রাজ্য সভাপতি,উস্থির) তিনি আজ বিকাশ ভবন গিয়েছিলেন বলে খবর। তিনি জানিয়েছেন যে কোনো ডি আই রকম ফর্ম ফিল আপ এর কথা কোনো জেলাকেই নির্দেশ দেন নি । ফলে বেশি অস্থির না হয়ে অপেক্ষা করুন। সঠিক সময়ে সব সামনে আসবে।
***এক অসমর্থিত সোর্স থেকে খবর বেড়িয়ে আসছে যে প্রাথমিক শিক্ষকদের পে ফিক্সাসন বেসিক কে ১.২৫ দিয়ে গুন করে করা হবে প্রশিক্ষিত শিক্ষকদের ক্ষেত্রে এবং বেসিক কে ১.১৭ দিয়ে গুন করে করা হবে প্রশিক্ষণহীন শিক্ষকদের ক্ষেত্রে । সেই হিসাব দেখতে এখানে ক্লিক করুন।
১) প্রশিক্ষিত শিক্ষকদের জন্য
**কোনও কিছু ভুল ভ্রান্তি থাকলে আমাদের কে ইনফরম করবেন দয়াকরে***
:Disclaimer:
***THIS IS NOT ANY OFFICIAL UPDATES***
এখনও সরকারের তরফ থেকে কোনও ফিটমেণ্ট ফ্যাক্টর প্রকাশ করা হয়নি। সেই ফর্মুলা প্রকাশ করলে তা সর্ব প্রথম আপনাদের জন্য তা আমরা আপনাদের জন্য আনবো। তাই নিয়মিত এই ওয়েবসাইটটি ফল করুন ।
Is this genuine news