This Post Contents
কিছু দিন আগেই মহামান্য সর্বোচ্চ আদালত রায় দিয়ে জানিয়ে দিয়েছল যে,শিক্ষক নিয়োগ এর ক্ষমতা,পরিচালন সমিতি নয়,ক্ষমতা থাকবে মাদ্রাসা সার্ভিস কমিশনের (MSC) হাতেই। এই রায় কে চ্যালেঞ্জ জানিয়ে THE MANAGING COMMITTEE CONTAI RAHAMANIA HIGH MADRASAH & ANR., ফের রিভিউ এর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।গত 8ই জানুয়ারি সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করে এবং এই সপ্তাহে শুনানীর জন্য নির্দেশ দেন।
ঠিক সেই মত আজ এই মামলার শুনানী হয় এবং মহামান্য উচ্চ আদালত পূর্বের রায়কে বহাল রেখে এই মামলা গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দেয় বলে খবরে প্রকাশিত হয়।যেহেতু মামলাটি খারিজ হয় আদালতে, তাই মামালাকারীর আইনজীবী আদালতে জানান যে, তাঁরা রিভিউ মামলাটি প্রত্যাহার করে নিচ্ছে।
ফলে মাদ্রাসার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আবার একবার মাদ্রাসা সার্ভিস কমিশন বা MSC হাতে চলে আসলো। এর ফলে হবু শিক্ষক বা চাকরিপ্রার্থীদের অনেক উপকৃত হবেন বলে জানিয়েছেন অনেক শিক্ষক মহল। কারণ এবার শিক্ষক নিয়োগ মেধার ভিত্তিতে এবং পরীক্ষার মাধ্যমে হবে।
এই রায়ের ফলে MSC মাধ্যম শিক্ষক নিয়োগে এবার গতি আসবে ,পরে থাকা ট্রান্সফার এবং সঙ্গে আরও কাজ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্রুত শুরু করবে বলে জানা গিয়েছে।
এই রায় নিয়ে আপনারা কি ভাবছেন ?? কতটা পুনরায় জীবন ফিরে পেল MSC ?? এই নিয়ে আপনাদের মূল্যবান কমেন্টে ,নীচে কমেন্টে বক্স এ করুন…..