This Post Contents
Very big news updates about WB school reopening from December 2020. According to news report 13 Guidelines for West Bengal School-college reopening.Here some updates are share about West Bengal School-college reopening.
13 Guidelines for West Bengal School-college reopening
ডিসেম্বরেই কি স্কুল চালু হতে পারে স্কুল !এই নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু সংবাদ বেরিয়ে এসেছে। মিনিস্ট্রি অফ হোম এফিয়ারস এর তরফ থেকে আগেই বলা হয়েছে ১৫ই অক্টোবর থেকে রাজ্য এবং কেন্দ্রে শাসিত অঞ্চল চাইলে স্কুল কলেজ খোলার সিধান্ত নীতে পারবে ।
আগে মাননীয় শিক্ষা মন্ত্রী পার্থ ঘোষণা করেছিলেন যে ডিসেম্বরেই খুলে যেতে পারে কলেজ এবং বিশ্ববিদ্যালয়,তবে এখনই স্কুল খোলা হবে না স্কুল ! স্কুল খোলা নিয়ে কালীপূজোর পরে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন। আগামী ৫ই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব দপ্তরের মন্ত্রী ও সচিবদের নিয়ে একটি রিভিউ বৈঠক করতে চলেছেন। সম্ভবত সেই বৈঠকের পর এই স্কুল চালু নিয়ে ইঙ্গিত পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।
স্কুল খোলা নিয়ে একাধিক বিষয়ে রাজ্যের শিক্ষা দপ্তর আলোচনা করছে। সেই নিয়ে কিছু গাইডলাইন নিয়ে আলোচনা করেছে রাজ্য শিক্ষা দপ্তর । নীচে কিছু বিষয়ে আলোচনা করা হল-
**13 Guidelines for West Bengal School-college reopening
১) ছাত্র-শিক্ষক-শিক্ষা কর্মীকে স্কুলের ঢোকার সঙ্গে সঙ্গে থার্মাল স্কেনিং এর ব্যবস্থা করা। ক্লাস চলাকালীন অন্তত একবার ফের এই স্কেনিং এর ব্যবস্থা করা।
২) ছাত্র-ছাত্রীদের একাধিক সেকশনে ভাঙ্গা । এর ফলে সেকশনের সংখ্যা বাড়লে ছাত্র-ছাত্রীদের মধ্যে দূরত্ব বিধি মানা অনেকটা সম্ভভ হবে সেই সঙ্গে বেশি সংখ্যক পড়ুয়াকে স্কুলে ডেকে ক্লাস করানো সম্ভব হবে বলেও মনে করা হচ্ছে ।
৩) বেঞ্ছে কোনাকুনি ভাবে ছাত্র-ছাত্রীদের বসাতে হবে।
৪) পারলে মাঝে একটি করে বেঞ্চ ফাঁকাও রাখা যেতে পারে (সেটা নির্ভর করছে স্কুলের আয়তনের উপর) ।
৫) কম শ্রেণি ক্লাস করানোর পরিকল্পনা নিচ্ছে রাজ্য।
৬) প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের স্কুল খোলা হতে পারে।
৭) স্কুলে কোন রকম খেলাধুলা ,এসেম্বলি ,শরীরচর্চা আপাতত হবে না।
৫) স্কুল ক্যাম্পাসে দু জনের বেশি বন্ধুদের সঙ্গে একসঙ্গে জমায়েত করা যাবে না।
৬) নিয়মিত এবং সম্ভব হলে দিনে একাধিক বার স্কুল কর্তৃপক্ষকে বাথরুম পরিষ্কার করতে হবে ।
৭) ছাত্র-ছাত্রীদের মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
৮)শিক্ষক-শিক্ষিকা -শিক্ষা কর্মীদেরকে মাস্ক-স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
এখানে ক্লিক করুন এই নিউজটি পড়তেঃ- Voter Card Correction Online West Bengal,WB Voter very big news in 2020
৯) বাথরুমে-ক্লাসরুমে-অফিসে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।
১০) স্কুল কর্তৃপক্ষকে ছাত্র-ছাত্রীদের অভিভাবকের ফোন নাম্বার নিয়ে রাখতে হবে।
১১) স্কুল কর্তৃপক্ষকে লোকাল স্বাস্থ্য দপ্তর, থানার ফোন নাম্বার নিয়ে রাখতে হবে।
১২) কোনও ছাত্র বা ছাত্রী অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে অভিভাবক অভিভাবিকাদের স্কুল কর্তৃপক্ষকে তা জানাতে হবে।
এডুকেশন সংক্রান্ত লেটেস্ট খবরা খবর পড়তে এখানে ক্লিক করুন ।
১৩) সব সময় পড়ুয়ারা যাতে হাত পরিষ্কার রাখে সেই দিকে নজর দিতে হবে এবং সব সময় হাত যাতে পড়ুয়ারা পরিষ্কার করে সেই নিয়ে শিক্ষকরা ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহ দান করবে।
যাবতীয় গাইডলাইন গুলি সঠিকভাবে মানা হচ্ছে কিনা সেই নিয়ে প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষকদের নিয়ে একটি নোডাল টিম গঠন করতে হবে। সেই নোডাল টিম শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের উপর নজরদারি করবেন যে তারা সঠিকভাবে গাইডলাইন গুলি মানছেন কিনা ।
আরও নোটিশ দেখতে বাংলার শিক্ষা পোর্টাল ভিজিট করুন অথবা এখানে ক্লিক করুন ।
**13 Guidelines for West Bengal School-college reopening
**সরকারি ভাবে এখনও কোনও গাইডলাইন প্রকাশিত করা হয়নি ।আলোচনা এবং এমওএইচ এর নোটিশের সাপেক্ষে যে সমস্ত তথ্য গুলো সামনে এসেছে তার ভিতিত্তে এই খবর এবং গাইডলাইন শেয়ার করা হয়েছে…