Very big news updates about 16500 Primary Teachers Recruitment.Cm give an idea about New TET exam In 2021.Details we discuss here about WB TET Exam.
16500 Primary Teachers Recruitment and New TET exam In 2021
আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে প্রায় ১৬,৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে।
যে ১৬,৫০০ চাকরীপ্রার্থী নিয়োগ করা হবে সেটা হবে এখন পাস করে থাকা প্রায় ২০,০০০ চাকরীপ্রার্থীদের মধ্যে থেকে । বাকি প্রায় ৩,৫০০ কেও ধাপে ধাপে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করে দেওয়া হবে।
সঙ্গে তিনি আজ এও জানান যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে খুব দ্রুত নতুন টেট পরীক্ষা (New TET exam In 2021) অফ লাইনে নেওয়ার জন্য। তিনি বলেন প্রায় ২.৫ লক্ষ মোট আবেদনকারীর জন্য খুব শ্রীঘরই প্রাথমিক টেট পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে ।
নীচের ভিডিওটি দেখতে পারেন। এই নিয়ে আরও খবর পড়তে এখানে ক্লিক করুন,প্রাথমিকের নোটিশ দেখতে এখানে ক্লিক করুন।
আজ তিনি ঘোষণা করেন যে আসন্ন (২০২১ সালের)মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিনা টেস্ট পরীক্ষায় নেওয়া হবে ।