17000 computer teachers recruitment will start soon.

0
89

This Post Contents

কিছু দিন আগেই জানা গিয়েছিল যে,রাজ্যে স্কুলে স্কুলে প্রায়

17000কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে। এবং প্রত্যেক স্কুলে

স্কুলে একজন করে এই কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে।

এই নিয়ে বিভিন্ন সংবাদ পত্রে প্রকাশিত খবর অনুসারে কিছু

দিন আগেই মন্ত্রিসভার বৈঠক হয়

বলে জানা গিয়েছিল।

আপনারা জানেন যে, এবার পঞ্চম শ্রেণি

থেকে অষ্টম শ্রেণি অব্দি

কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে যা

আগামী শিক্ষা বর্ষ থেকে

লাগু হবার সম্ভাবনা প্রবল। তাই এর মাঝে রাজ্য

সরকার প্রায় কম বেশি

17,000 কম্পিউটার শিক্ষক নিয়োগ করতে

চলেছে। এর জন্য শিক্ষা দপ্তর

নোটিশ প্রকাশ করবে কিছু দিনের মধ্যে

বলে জানা গিয়েছে!

2021 এর বিধান সভা নির্বাচন কে সামনে রেখে

যদি রাজ্য সরকার এই শিক্ষকনিয়োগ দ্রুত

শুরু করে তাহলে তাঁরা একটি ভালো

জায়গায় যেতে পারে বলে মনে করা হচ্ছে !!

তবে কি ভাবে এই শিক্ষক নিয়োগ হবে

তার রূপরেখা এখনও জানা যায়নি।

তবে মনে করা হচ্ছে কিছু দিন আগেই যে

SSC (স্টাফ সিলিকশন কমিটি) কে

ফিরিয়ে আনা হয়েছে তাঁর

মাধ্যমেই এই কম্পিউটার শিক্ষক নিয়োগ

করা হতে পারে।

কি হবে বেতন ক্রম, যোগ্যতা ????

এখনও সেই রকম কিছু খবর প্রকাশিত

হয়নি।তবে জানা

গিয়েছে যাদের কম্পিউটার এর

অভিজ্ঞতা আছে এবং সঙ্গে

গ্রাজুয়েট তাঁদের কে নিয়োগ পরীক্ষার

মাধ্যমে নিয়োগ করা

হতে পারে। এবং তাদের একটা

মাসিক নির্দিষ্ট বেতন

দেওয়া হতে পারে ( consolidate rate) ।

ফলে এখন কম্পিউটার শিক্ষক নিয়োগ

নিয়ে আরও কিছু

আপডেট আসবে এবং কর্মরত ICT

কম্পিউটার শিক্ষক দের

কি হবে সেই নিয়ে আপডেট তথ্য

আরও আসবে বলে জানা

গিয়েছে। শিক্ষা দপ্তর কবে এই শিক্ষক

নিয়োগ নিয়ে বিবৃতি

প্রকাশ করে সেটাও দেখার।

TO READ LATEST PRIMARY TEACHERS RECRUITMENT NEWS CLICK HERE 

TO READ LATEST UPPER PRIMARY TEACHERS RECRUITMENT NEWS CLICK HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here