পঞ্চম শ্রেণি প্রাথমিকে ! সিট বাড়বে কি টেট এর ? জানুন বিস্তারিত তথ্য

2
11

This Post Contents

দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল পঞ্চম শ্রেণিকে প্রাথমিক স্কুলে আনা নিয়ে । ঠিক সেই মত কাজও এগোচ্ছিল কিন্তু মাঝে একটা আপডেট বেরিয়ে এসেছিল যে পরিকাঠামোর জন্য এখনই প্রাথমিকে পঞ্চম শ্রেণিকে আনা সম্ভব হয়ে উঠছে না। কিন্তু এর মাঝে গতকাল শিক্ষামন্ত্রী একটি সংবাদ মাধ্যম কে জানিয়েছেন যে, কিছু স্কুলে অর্থাৎ যেই স্কুল গুলো পরিকাঠামোর দিক থেকে উন্নত ,সেখানে পঞ্চম শ্রেণিকে প্রাথমিকে আনা হবে আগামী শিক্ষাবর্ষ থেকে।

 

NCTE নিয়ম অনুসারে প্রাথমিক শ্রেণি বলতে ক্লাস 1 থেকে 5 অব্দি বোঝাই। কিন্তু রাজ্যের বহু স্কুলে এখনও প্রাথমিকে শিক্ষাদান হয়ে থাকে প্রাক প্রাথমিক থেকে চুতুর্থ শ্রেণি পর্যন্ত। ফলে হটাৎ যদি সমস্ত স্কুলে পঞ্চম শ্রেণিকে ফিরিয়ে আনা হয় পরিকাঠামোর না দেখে তাহলে শিক্ষা ব্যবস্থা পুরো পুরি ভেঙ্গে পরতে পারে ! তাই ধাপে ধাপে যে সমস্ত স্কুল পরিকাঠামোর দিক থেকে উন্নত, সেখানে আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ 2020 সাল থেকে পঞ্চম শ্রেণিকে প্রাথমিক স্কুলে আনা হবে বলে জানা গিয়েছে।

 

যদিও এখন রাজ্যের প্রায় 2000 মতন প্রাথমিক স্কুলে আগে থেকেই পঞ্চম শ্রেণি চলেছে। ফলে বাকি স্কুল গুলোকে কবে নিয়ে আসা হবে বা

 

এখন কিভাবে এই স্কুল কে বাছা হবে তাঁর নির্দিষ্ট রূপরেখা বা নোটিশ প্রকাশিত হলে সেটা সবার প্রথম আপনাদের সঙ্গে share করা হবে।তাই নিয়মিত পেজ টি ভিজিট করুন।

 

2020 সালে শিক্ষা ব্যবস্থা নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। যেমন 1)পঞ্চম শ্রেণি এবং অষ্ঠম শ্রেণিতে পাস ফেল ফিরছে। ফলে প্রাথমিকে পঞ্চম শ্রেণি আসলে সেটা বেশি কার্যকরী হবে। 2) কম্পিউটার শিক্ষা ব্যবস্থা পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি অব্দি কোম্পালসরী হচ্ছে। ফলে পঞ্চম শ্রেণি প্রাথমিকে আসলে প্রাথমিক স্কুল গুলোও কম্পিউটার পাবে সঙ্গে যে 17,000 কম্পিউটার শিক্ষক নিয়োগ হবে বলে জানা যাচ্ছে, সেক্ষত্রে প্রাথমিক স্কুলে স্কুলে একজন করে শিক্ষক নিয়োগ হতে পারে !!

 

আবার প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এর প্রভাব পড়বে। কারন পঞ্চম শ্রেণিকে প্রাথমিকে আনা হলে হলে স্বাভাবিক ভাবেই শিক্ষক ছাত্র অনুপাত ঠিক রাখতে অবশ্যই শিক্ষক নিয়োগ করতে হবে। তবে তার আগে সারপ্লাস শিক্ষক দের কে বদলি ও করা হতে পারে !! তবে সামনে বিধানসভা ভোটের আগে শিক্ষিক বদলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

 

কিছু দিন থেকেই খবর বেরিয়ে আসছিল যে,প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট নেওয়া হবে। সেটা যদি আপডেট ভ্যাকেন্সি এর উপর হয় তাহলে প্রায় 30,000 এর মতন প্রাথমিকে শিক্ষক নিয়োগ হতে পারে। কারণ পঞ্চম শ্রেণি প্রাথমিকে আসলে শুন্য পদ স্বাভাবিক ভাবেই বাড়তে পারে !!

 

যদিও শিক্ষক নিয়োগ নিয়ে অফিসিয়াল কোনও আপডেট এখনও বেরিয়ে আসে নি। তবে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই নোটিশ প্রকাশিত হবে। টেট পরীক্ষা 2020 এর মাঝামাঝি অর্থাৎ মে অথবা জুন মাস নাগাদ হতে পারে !! তবে পঞ্চম শ্রেণিকে প্রাথমিকে আনতে বা আপডেট ভ্যাকেন্সি নিয়ে তথ্য জমা হতে কিছু সময় বেশি লাগলেও লাগতে পারে।

 

তাই প্রাথমিক শিক্ষম নিয়োগ থেকে কম্পিউটার এর 17,000 হাজার শিক্ষক নিয়োগ নিয়ে লেটেস্ট আপডেট পেতে এই পেজটি নিয়মিত ফল করুন।

 

 

প্রাথমিকে কোর্ট কেস নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

 

অপার প্ৰাইমারী নিয়ে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন

2 COMMENTS

  1. আবার কি নতুন করে টেটের জন্য ফ্রম ফিলাপ হবে? দয়া করে একটু জানাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here