নিয়োগ নিয়ে বেশ ভালো একটা খবর বেরিয়ে এসেছে এখন । জানা গিয়েছে যে , রাজ্য সরকারের প্রায় ২০০০ পদে মিলতে চলেছে পাকা চাকরি।এই নিয়োগ হবে পুলিশ বিভাগ, স্বাস্থ্য, শিক্ষা-সহ একাধিক দপ্তরে বলে জানা গিয়েছে । কিন্তু এর জন্য কোনও নতুন শূন্য পদের সৃষ্টি করা হবে না , দীর্ঘদিন পরে থাকা শূন্য পদে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।
[১৮০ নম্বরে টেট পরীক্ষার সিলেবাস জানতে এখানে ক্লিক করুন ।]
বর্তমানে রাজ্য সরকার পুলিশের টেলিযোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণের উপরও জোর দিয়েছে রাজ্য সরকার। সে কারণেই পুলিশ বিভাগে টেলি ও ওয়্যারলেস অপারেটরের সবচেয়ে বেশি নিয়োগ করা হবে বলে খবর প্রকাশিত হয়েছে । রাজ্য পুলিশ টেলিফোন অপারেটর ও ওয়্যারলেস অপারেটর এর প্রায় ১১০০ থেকে ১২৫০টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামো উন্নয়নের জন্য স্বাস্থ্য দপ্তর থেকে এসএসকেএম, পরে থাকা শূন্য পদ থেকে প্রায় ৯০০ পদে কর্মী নিয়োগ করা হতে পারে ।
[ শিক্ষক নিয়োগের নিয়মে আমুল বদল আনছে রাজ্য,নতুন নিয়ম , নতুন সিলেবাস, নতুন বেতন কাঠামো,জানতে এখানে ক্লিক করুন ]
প্রাথমিকের ভুল প্রশ্ন মামলা এবং শিক্ষক নিয়োগ নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন
উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা এবং শিক্ষক নিয়োগ নিয়ে আপডেট পেতে এখানে ক্লিক করুন
রাজ্য পুলিশ টেলিফোন অপারেটর ও ওয়্যারলেস অপারেটর এর প্রায় ১১০০ থেকে ১২৫০টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তর থেকে এসএসকেএম, পরে থাকা শূন্য পদ থেকে প্রায় ৯০০ পদে কর্মী নিয়োগ করা হতে পারে |


![[PDF]wb panchayat recruitment 2024 apply online date,west bengal panchayat recruitment 2024 pdf wb_panchayat_recruitment_2024_apply_online_date](https://www.wbedu.in/wp-content/uploads/2024/03/wb_panchayat_recruitment_2024_apply_online_date-218x150.jpg)
![[6652]wb panchayat recruitment 2024,West Bengal Gram Panchayat Recruitment Notification 2024 for 6652 Vacancies wb_panchayat_6652_post](https://www.wbedu.in/wp-content/uploads/2024/02/wb_panchayat_6652_post-218x150.jpg)
