Schedule of Higher Secondary Examination Again change. New HS exam date have been published. 2020 wb hs exam routine(expected) discuss below.
2020 WB HS EXAM ROUTINE
ফের বদল হল উচ্চমাধ্যমিকের পরীক্ষাসূচী । আগামী ২৯ জুন শুরু হবে না উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার পরিবর্তে আগামী ২, ৬ ও ৮ জুলাই পরীক্ষা নেওয়া হবে। আজ এই কথা জানিয়েছেন, রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।তবে কোন কোন দিনে কী কী পরীক্ষা নেওয়া হবে. তা ঠিক করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদই।তবে পুরনো সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। প্রথমে করোনা পরিস্থিতি এবং পরে আমফানের ঘূর্ণিঝড়ের জন্য এই পরীক্ষা ফিছল বলে জানা গিয়েছে।
HS EXAM DATE
# এবার পরীক্ষায় বেশ কিছু সাবধানতা নেওয়া হবে যেমন
# পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীদের স্যানিটাইজার বোতল আনতে হবে ।
# বাধ্যতামূলকভাবে মাস্ক বা ফেস কভার পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে ছাত্র-ছাত্রীদের ।
# সামাজিক দূরত্ব বিধির নিয়ম মানতে হবে ।
# প্রত্যেকটি বেঞ্চে একজন করে পরীক্ষার্থী বসবেন ।
# প্রথম বেঞ্চে এক জন এর পর দ্বিতীয় বেঞ্চ খালি রেখে
# আবার তৃতীয় বেঞ্চে বসবেন পরীক্ষার্থীরা।
# জোড়-বিজোড় নীতি মেনেই উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে।
আরও পড়ুন – মাধ্যমিক পরীক্ষা ২০২০-র রেজাল্টের সাম্ভাভ্য তারিখ ,দেখুন এখানে ক্লিক করে ।
পুরাতন সূচি মেনেই বাকি বিষয়গুলোর পরীক্ষাগুলো নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
২রা জুলাই — পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি।
৬ই জুলাই — রসায়ন, সংস্কৃত, অর্থনীতি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, পার্শিয়ান, আরবি ও ফরাসি।
৮ই জুলাই — ভূগোল,স্ট্যাটিস্টিক্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।