CM MAMATA BANERJEE APPEALS TO CENTRAL GOVT TO TRANSFER RS 10000 FOR EVERY MIGRANT LABORERS.HONORABLE CM MAMATA BANERJEE WRITE HIS TWITTER POST “People have been facing economic hardship of unimaginable proportions bcz of the ongoing pandemic. I appeal to Central Govt to transfer ₹10,000 each as one-time assistance to migrant labourers including people in unorganized sector. A portion of PM-CARES could be used for this.”
RS 10000 FOR EVERY MIGRANT LABORERS
প্রত্যেক পরিযায়ী শ্রমিককে ১০ হাজার টাকা করে দিক কেন্দ্র এই আবেদন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি আজ নিজের টুইটারে লেখেন, “করোনার জেরে মানুষের দুর্দশা অকল্পনীয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রর কাছে আবেদন রাখছি,পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে এককালীন ১০ হাজার টাকা করে দেওয়া হোক।পীএম কেয়ার ফাণ্ড থেকে।”
করোনা পরিস্থিতির জন্য খেটে খাওয়া মানুষদের অবস্থা খুবই সংকটজনক । এমন পরিস্থিতিতে রাজ্য সরকার একাধিক প্রকল্পের ঘোষণা করেছে । রাজ্য সরকার প্রচেষ্টা প্রকল্পের মাধ্যমে ১০০০ টাকা করে এবং স্নেহের পরশ প্রকল্পের মাধ্যমে ১০০০ টাকা করে শ্রমিকদের সাহায্য করেছে। পশ্চিমবঙ্গের নানান প্রকল্পের খবর পড়তে এখানে ক্লিক করুন। এবার রাজ্য সরকার চাইছে কেন্দ্র সরকারও পীএম কেয়ার ফাণ্ড থেকে কিছু অর্থ পরিযায়ী শ্রমিকদেরকে দিয়ে সাহায্য করুন। রাজ্য সরকারের স্কিম নিয়ে আরও জানতে এখানে ক্লিক করুন ।
SalamMallik
Wake