DA COURT CASE LATEST UPDATES

icds_supervisor_result_2021_West_Bengal
icds_supervisor_result_2021_West_Bengal

আজ ছিল ডিএ মামলার গুরুত্বপূর্ণ শুনানি । আজ স্যাট এ উঠে ডিএ  মামলাটি। গত শুনানিতে অর্থাৎ ০৫/১২/২০০১৯ তারিখে  ডিএ কোর্ট কেসের শুনানিতে রাজ্যের রিভিউ মামলার শুনানিতে বক্তব্য রেখেছিলেন মাননীয় অ্যাডভোকেট  জেনারেল কিশোর দত্ত । এর জবাবী বক্তব্য রেখেছিলেন মাননীয় দুই অ্যাডভোকেট সর্দার আমজাদ আলি এবং বিকাশ রঞ্জন ভট্রচার্য যথাক্রমে ৯/০১/২০২০ এবং ১৩/০২/২০২০ তারিখে । আজ এই মামলার রিভিউ আবেদন নিয়ে বক্তব্য রেখেছেন মাননীয় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।

 

[প্রাথমিক শিক্ষকদের নোশোনাল পে ফীক্সাশন নিউজ পড়তে এখানে ক্লিক করুন ]

সমস্ত সাবাল জবাব শুনেছেন  মহামান্য স্যাট এর মাননীয় দুই বিচারপতি । কিন্তু আজকে কোনও রায় ঘোষণা হয় নি । আজকের রায় কে রিজার্ভ রেখেছেন মহামান্য স্যাট এর মাননীয় দুই বিচারপতি । ফলে অন্য কোনও দিন এই রিভিউ আবেদনের রায় বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে । যদিও সেটি জানা যাবে কজ লিস্ট প্রকাশিত হলে।

TO JOIN OUR FACE BOOK PAGE FOR LATEST DA,PAY COMMISSION AND GOVT NOTICE CLICK BELOW

–::: CLICK HERE(এখানে ক্লিক করুন) :::–

এই ডিএ মামলা দীর্ঘ দিন ধরে চলছে স্যাট  যদিও আগে কোলকাতা হাইকোর্ট স্পষ্ট ভাবে তাঁদের রায়ে আগেই জানিয়ে দেয় যে, ডিএ  রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার । কিন্তু ডিএ মান নির্ধারণ এর জন্য  কোলকাতা হাইকোর্ট এই মামলাটি স্যাট পাঠায় । পরে স্যাট ও নিজেদের রায়ে জানিয়ে দেয় যে বছরে দু বার  ডিএ   দিতে হবে এবং পে কমিশন লাগু হবার আগে বকেয়া মিটিয়ে দিতে হবে ।

স্যাট ঐ রায়কে চেলেঙ্জ করে রাজ্য সরকার রিভিউ কেস করে । যার শুনানি ছিল আজ ।

 

MORE PAY COMMISSION SALARY CALCULATORS CLICK HERE

MORE PAY COMMISSION NEWS CLICK HERE

LATEST DA NEWS CLICK HERE

PRIMARY SCHOOL TEACHERS SALARY CALCULATORS CLICK HERE

20200228 170155 সমস্ত সাবাল জবাব শুনেছেন  মহামান্য স্যাট এর মাননীয় দুই বিচারপতি । কিন্তু আজকে কোনও রায় ঘোষণা হয় নি । আজকের রায় কে রিজার্ভ রেখেছেন মহামান্য স্যাট এর মাননীয় দুই বিচারপতি ।