Appointment Fear of getting stuck in the process,Reason is cost shrinking

0
15

কিছু নিয়োগ (Appointment) প্রক্রিয়া চলছিল,আবার কিছু নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে রাজ্যে। এর মধ্যে কিছু কোর্ট কেসের জন্য নিয়োগ (Appointment) আটকে রয়েছে।যেমন উচ্চ-প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।

করোনা পরিস্থিতির জন্য রাজ্য সরকারের এখন আয় প্রায় বন্ধ,এখন শুধু ব্যয় হচ্ছে।এমন পরিস্থিতিতে এই নিয়োগ (Appointment) বন্ধ করা এবং ব্যয় সঙ্কোচের (cost shrinking) নোটিশ জারি করা ছাড়া সরকারের কোনও উপায় নেই।এখন রাজ্য সরকারের মূল লক্ষ্য হল  কিভাবে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করা যায় সেই নিয়ে কাজ করা । 

 

এর মধ্যে নবান্ন থেকে জারি হয়েছে সরকারের ব্যয় সঙ্কোচের বিজ্ঞপ্তি । এর জন্য নিয়োগ প্রক্রিয়া সাময়িক ভাবে আটকে যেতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। কিন্তু সেটা হবে সাময়িক সময়ের জন্য। যখনই  পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে সেই আবার নিয়োগ (Appointment) প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে যে সমস্ত জায়গায় নিয়োগ (Appointment) প্রক্রিয়া চলছিল বা শুরু হত তা এখন লকডাউনের জেরে স্থগিত রাখতে হয়েছে।এর ফলে পরে থাকা বা নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা একমাত্র  লকডাউনের পরে আসতে পারে বলে জানাগিয়েছে।

সরকারি এই নির্দেশিকার ফলে পরে থাকা নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত হতে পারে ! কিন্তু কিছু কিছু বিশেষ ক্ষেত্রে নাবন্নের অনুমতি নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হতে পারে !

এখন এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ নিয়ে শিক্ষা দপ্তরের নির্দেশিকা আসা বাকি আছে। কারন নবান্নের নিয়োগ বন্ধ করা সংক্রান্ত যে নোটিশ দিয়েছে ,সেটার উপর শিক্ষাদপ্তরের কোনও বিস্তারিত নির্দেশিকা এলে পুরো বিষয়টি আরও পরিস্কার ভাবে বোঝা যাবে।

NEWS

জানা গিয়েছে যে সমস্ত জায়গায় নিয়োগ প্রক্রিয়া চলছিল বা শুরু হত তা এখন লকডাউনের জেরে স্থগিত রাখতে হয়েছে।এর ফলে পরে থাকা বা নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা একমাত্র  লকডাউনের পরে আসতে পারে বলে জানাগিয়েছে। 


 আরও পড়ুন

Full update How to apply for the post of Corona Volunteer in West Bengal

প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিয়োগ মামলার আপডেট

অপার প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিয়োগ মামলার আপডেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here