Asha Worker Salary In West Bengal in 2020.2000 rupees Bonus for “Asha Karmi”.1000 rupees Salary hike for “Asha Workers” in West Bengal.3 lakh rupees Awarding one time Terminal Grant of AWWs & AWHs Workes by WB Govt.
Asha Worker Salary In West Bengal
বেতন বৃদ্ধি- আশাকর্মীদের এক হাজার টাকা বেতন বৃদ্ধি ,বোনাস এবং অবসরের সময় এককালীন ৩ লাখ টাকা দেবার ঘোষণা করেছিলনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই নিয়ে বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য দপ্তরের ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তরের কমিশনার সৌমিত্র মোহন।

বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দেওয়া হয়েছে ১ অক্টোবর থেকে এই বেতনবৃদ্ধি ও অবসরকালীন আর্থিক প্যাকেজ কার্যকর করার জন্য ।
আগে Asha karmi রা ৩৫০০ টাকা করে মসিক বেতন পেতেন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু দিন আগেই ঘোষণা করেছিলেন তাঁদের বেতন ১০০০ টাকা করে বাড়ানো হবে। সেই মতন তাঁরা এখন ৪৫০০ টাকা করে মাসিক বেতন পাবেন। উপরের নোটিশে সেটা দেওয়া আছে।
Asha karmi Bonus
বোনাস – রাজ্য সরকারের ঘোষণা মাফিক এবার এই আশাকর্মী(Asha Workers) রা ২০০০ টাকা করে বোনাস পাবেন। কিন্তু এই বোনাসের জন্য কিছু শর্ত রয়েছে যা নীচের নোটিশে দেওয়া হয়েছে।

অবসরকালীন টাকা – অবসরের সময়ে এককালীন তিন লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী। সেই নির্দেশিকাও সামনে এসেছে। নীচে ঐ নির্দেশিকা দেওয়া আছে।

এই আবসরকালীন টাকা পাবেন AWWs & AWHs কর্মীরা। এই নিয়ে আরও খবর পড়তে এবং আরও নোটিশ দেখতে এখানে ক্লিক করুন।
Asha Worker Salary In West Bengal
Asha Worker Salary In West Bengal | 4500/-(from 1st October) |
Asha Worker Bonus | 2000/- |
AWWs & AWHs One time Terminal Grant | 3,00,000/- |
Department | Health & Family Welfare Department |
Notice Link | Click Here |