পড়ুয়াহীন স্কুল বন্ধের মূখে, বিকল্প কিছু ব্যবস্থার ইঙ্গিত

0
31

বেশ কিছু দিন ধরেয় রাজ্যের শিক্ষা দপ্তর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে স্কুলের শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করতে। এবার পড়ুয়াদের অভাবে যে সমস্ত স্কুল বন্ধ হতে চলেছে, সেই স্কুল গুলোকে বন্ধ না করে কি বিকল্প ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই নিয়ে এখন চিন্তা ভাবনা শুরু করেছে শিক্ষা দপ্তর।

 


কলকাতার প্রায় 135 টি সরকারি সাহায্য প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা একদম তলানিতে এসে ঠেকেছে। এর মধ্যে বেশ কিছু স্কুল কে ইংরেজি মাধ্যমে উন্নতি করা হয়েছে। এবার বাকি স্কুল গুলোকে স্থানীয় চাহিদাকে গুরুত্ব দিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে !!

 

 

সমস্ত প্রকার এডুকেশন নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হন

–::: এখানে ক্লিক করুন :::–

 

 

কিছু গুরুত্বপূর্ণ খবর এই নিয়ে বেরিয়ে এসেছে সেটা হল।কোনও স্কুল কে বন্ধ না করে পাশাপাশি স্কুল গুলিকে মার্য করা হবে,যদি কোথায় সারপ্লেস শিক্ষক থাকেন তাহলে শিক্ষকদের ট্রান্সফার করা হবে। এবং সর্বোপরি কিছু স্কুল কে ইংরেজি মাধ্যমে উন্নতির করা হতে পারে বলে জানা গিয়েছে।

 

স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পড়তে এখানে ক্লিক করুন

প্রাথমিক টেট নিয়ে খবর পড়তে এখানে ক্লিক করুন 

পে কমিশন নিয়ে খবর পড়তে এখানে ক্লিক করুন 

ডীএ নিয়ে খবর পড়তে এখানে ক্লিক করুন 

পে কমিশনের  ক্যালকুলেটর এর মাধ্যমে পে কমিশনের যাবতীয় হিসাব নিকাশ পেতে এখানে ক্লিক করুন 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here