শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতির নিয়ে যে রিপোর্ট পাবলিশ করেছে ক্যাগ বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া । ক্যাগের এই রিপোর্ট প্রকাশ ও সংবাদমাধ্যমে তা প্রকাশিত হওয়ার পর বাম আমালে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷
শিক্ষক নিয়োগের তদন্তের বিষয়ে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়ে শিক্ষামন্ত্রী। ক্যাগের রিপোর্ট দেখুন বা download করুন এখানে ক্লিক করে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে “ওই সময় কালে, ২০০৮, ২০০৯, ২০১০ এই যে আরএলএসটি হয়েছে তখন আমাদের সরকার ছিল না , তখন ছিল বাম সরকার। ২০১২ যে আরএলএসটি হয়েছে, সেই আরএলএসটি পর্যন্ত সিএজি সেটাকে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আনেনি ৷ যখন আনবে তখন তার উত্তর আমরা নিশ্চয়ই দেব ।”
রিপোর্টে বলা হয়েছে