CM MAMATA BANERJEE ANNOUNCEMENT:- ধাপে ধাপে ১০ লক্ষ মানুষকে ৪৮ হাজার টাকা । এর সঙ্গে তিনি আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন যেমন খোলা হবে মন্দির-মসজিদ-গির্জা । সঙ্গে এবার সম্পূর্ণ রূপে খুলছে অফিস । নীচে আমরা বিস্তারিত তথ্য আপডেট দিয়ে এই খবরটি আলোচনা করব।

আজ তিনি নবান্নে এক সাংবাদিক বৈঠক করেন সেখানে তিনি একাধিক বিষয়ে আলোকপাত করেন তাঁদের মধ্যে অন্যতম হল আমফানে রাজ্যে ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য করা। তিনি জানিয়েছেন যে,ধাপে ধাপে ১০ লক্ষ মানুষকে ৪৮ হাজার টাকা দিয়ে সাহায্য করা হবে। দুর্গতদের জন্য একটি ত্রাণ তহবিল গঠন করা হয়েছে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রকম আরও নিউজ পড়তে এখানে ক্লিক করুন ।
CM MAMATA BANERJEE ANNOUNCEMENT
আমফানের জন্য আবার জরুরি ভিত্তিতে ৬ হাজার ২৫০ কোটি টাকার ফান্ড ছেড়েছে রাজ্য সরকার। |
যাঁদের ঘর নষ্ট হয়েছে, তাঁরা ৪৮ হাজার টাকা করে পাবেন। |
তার মধ্যে ২০ হাজার টাকা সরাসরি পাবেন। |
বাকি ২৮ হাজার টাকা ১০০ দিনের কাজ করার জন্য পাবেন। |
জয়বাংলা, জয় জহর সহ বিভিন্ন প্রকল্পে ১ হাজার কোটি টাকা ৫০ লক্ষ উপভোক্তার জন্য ২০০০ টাকা করে দেওয়া হবে । |
পানের বরজের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । |
পানের বরজের জন্য বরজ প্রতি ৫ হাজার টাকা সরাসরি দেওয়া হবে । |
কৃষকবন্ধু স্কিমের জন্য ৮০০ কোটি টাকা । |
গ্রামীণ রাস্তা সংস্কারের জন্য ১০০ কোটি টাকা । |
পোল্ট্রি, গবাদি পশুর জন্য ১০০ কোটি রাখা হয়েছে । |
সেচ দফতরের বাঁধ ভেঙে গিয়েছে, সেগুলি মেরামতির জন্য ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে । |
রাজ্যের ১০ কোটি মানুষের মধ্যে ৬ কোটিই নানা ভাবে সমস্যায় পড়েছেন । |
স্কুল ও অঙ্গনয়াড়ী সেন্টার ৩০ শে জুন অব্দি বন্ধ থাকবে। |
১ জুন সকাল দশটা থেকে থেকে মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা খোলা যাবে । |
৮ ই জুন থেকে সমস্ত অফিস খুলে যাবে । |
নীচের ভিডিও তে সম্পূর্ণ আপডেট তুলে ধরা হয়েছে । |
[su_youtube url=”“]
- WB Primary TET 2023 Result Declared: How to Check, Vacancy, and Recruitment StepsToday WBBPE Publlished Final Anskey of TET 2023 so very soon ,any moment WB Primary TET 2023 Result Declare… Read more: WB Primary TET 2023 Result Declared: How to Check, Vacancy, and Recruitment Steps
- West Bengal Primary School Special Educator Recruitment 2025West Bengal Primary School Special Educator Recruitment 2025 – Notification Out! Are you looking to become a **Special Education… Read more: West Bengal Primary School Special Educator Recruitment 2025