COVID-19: CBDT extends Validity of Forms 15G and 15H

CBDT-extends-Validity-of-Forms-15G-and-15H
CBDT-extends-Validity-of-Forms-15G-and-15H

CBDT Extends Validity of Forms 15G and 15H

১৫জি এবং ১৫ এইচ  ফর্মের বৈধতা বাড়ল CBDT(সিবিডিটি)।দেশে এখন লকডাউন চলছে।এর ফলে যাতে করদাতাদের কোনও অসুবিধা না হয় সেই লক্ষ্যে CBDT(সিবিডিটি) ,15G / 15H ফর্মের বৈধতা  তিন মাস বৃদ্ধি করল।

 

এর অর্থ হল এই যে,বিনিয়োগকারীরা/করদাতারা তাদের আয় থেকে ট্যাক্স হ্রাস বা শূন্য ছাড়ের জন্য যে ফর্ম 15G / 15H  জমা দিতে হবে, সেটি তারা FY(অর্থ বর্ষ)2020-21 এ জুলাই,2020 এর প্রথম সপ্তাহে জমা দিতে পারবেন।

 

শনিবার এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, ২০১৯-২০ আর্থিক বছরে ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে ১৫জি ও ১৫এইচ ফর্ম যাঁরা জমা দিয়েছেন, তাঁদের ওই ফর্মের বৈধতা চলতি বছরের জুন মাস পর্যন্ত থাকবে। এর আগে ২০১৮-১৯ অর্থবর্ষের আয়কর দাখিলের সময়সীমাও ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল। একইসময় পর্যন্ত বাড়ানো হয়েছিল প্যান-আধার সংযুক্তিকরণের সময়সীমা।

সিবিডিটি তার অফিসিয়াল টুইটার হ্যান্ডলে পোস্ট করেছে 2020 সালের 3 এপ্রিল আদেশ অনুসারে,””In case if a person had submitted valid Form 15G and Form 15H to the banks or other institutions for F.Y. 2019-20, then these Form 15G and Form 15 H will be valid up to 30.06.2020 for FY 2020-21 also. It is reiterated that the payer who has not deducted tax on the basis of the said Form 15G and Form 15H shall require to report details of such payments/credit in the TDS statement for the quarter ending 30.06.2020 in accordance with the provisions of the rule 31A (4)(vii) of the Income-tax Rules”

নীচে ফর্মটির ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড  করে নিতে পারবেন।

[su_button id=”download” url=”https://1drv.ms/u/s!AqK7kIoRj3Sgg3plK7xc4nhEtlZO?e=IcVPbc” target=”blank” style=”3d” background=”#1a1b1d” color=”#fef02b” size=”9″ wide=”yes” center=”yes” icon_color=”#ffffff” text_shadow=”0px 0px 0px #f392aa”]CLICK HERE TO DOWNLOAD [/su_button]


TO READ ABOUT PAY COMMISSION NEWS CLICK HERE

TO CALCULATE SALARY CLICK HERE

TO READ DA NEWS CLICK HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here