আজ ফিন্যান্স ডিপার্টমেন্ট থেকে নতুন একটা নোটিশ প্রকাশিত হয়েছে। সেখানে পরিস্কার ভাবে DA নিয়ে কিছু কথা জানানো হিয়েছে। সেখান জানানো হয়েছে govt টাইম টু টাইম যেমন ভাবে DA ঘোষণা করবে কর্মচারীরা তেমন ভাবেই DA পাবেন (revised pay structure) এ। যেটা আগে যে মূল রোপা প্রকাশিত হয়েছে সেখানে DA নিয়ে এই রকম কিছুই ছিল না।
অপর দিকে OTHER ALLOWANCE এ কি DA টা ঢুকে যাবে অনেক কর্মচারীদের মনে সেই প্রশ্ন করে তৈরি হয়েছিল। সেই নিয়েও আজকের নোটিফিকেশন পরিস্কার করে দেওয়া হয়েছে। আগে date এর কোনও উল্লেখ ছিল না। এখন 31/12/2019 এর date এর উল্লেখ করে দেওয়া হয়েছে। নীচের ছবিতে পরিস্কার করে দেওয়া হয়েছে।
কিছু দিন আগে যখন মুল রোপা ২০১৯ প্রকাশিত হয়েছিল গত ২৫/০৯/২০১৯ তারিখে তখন অন্য ভাতার সংজ্ঞাতে কোনও তারিখ এর উল্লেখ ছিল না । নীচের ছবিতে সেটি দেওয়া হল। আজ কের রোপায় তারিখ উল্লেখ করে দিএ নিয়ে যে প্রশ্ন সৃষ্টি হচ্ছিলো সেটার পরিসমাপপ্তি ঘটল বলা যায়।
অপর দিকে অপশন নিয়ে বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে। যদি কারোও যদি প্রোমোশন হয় তাহলে তিনি প্রোমোশনের date এ অপশন নিতে পারবেন। নীচে ছবি দেওয়া হল ।
FOR MORE CALCULATION AND OPTION FROM CLICK BELOW
CLICK HERE TO CALCULATE YOUR SALARY IN 6TH PAY COMMISSION
6TH PAY COMMISSION SALARY CALCULATORS