Da court case latest hering update

icds_supervisor_result_2021_West_Bengal
icds_supervisor_result_2021_West_Bengal

আজ ছিল ডিএ মামলার শুনানি। একদিকে যেহেতু করোনা ভাইরাসের জন্য কোলকাতা হাইকোর্টের কাজ কর্ম প্রায় বন্ধ রয়েছে । কারণ জরুরি ভিত্তিতে কিছু কেসের শুনানি চলছে। ফলে বেশির ভাগ কেসের শুনানি হচ্ছে না।

এমতাবস্থায় স্যাট এও কাজকর্ম বন্ধ রয়েছে। ডিএ মামলার পরিবর্তন শুনানির জন্য আগামী 13ই মে 2020 সালের একটি দিন ধার্য করা হয়েছে। কিন্তু জানা গিয়েছে যে, কোর্ট যখনই আবার খুলবে তখন ডিএ মামলার শুনানির জন্য দিনটাকে এগিয়ে নিয়ে আসতে আবেদন জানানো হবে মামলাকারীদের পক্ষ থেকে।

ফলে এখন কোর্ট কবে খুলবে সেই দিকে তাকিয়ে থাকতে হবে। কলকাতা হাইকোর্টে যে নোটিশ প্রকাশিত হয়েছিল সেখানে জানানো হয়েছিল যে,এই করোনার জন্য যে ছুটি ঘোষণা হয়েছে সেটা আবার ফের 20 তারিখে পর্যালোচনা করা হবে।

ফলে আগামী কিছু দিনের মধ্যে হয়তোবা কোর্ট খুললে এই মামলা নিয়ে কিছু নতুন আপডেট বেরিয়ে আসতে পারে বলে জানা গিয়েছে।

To read more news about pay commission and da , please click here


শিক্ষাদপ্তরের নতুন নোটিশ কোন কোন ক্ষেত্রে স্কুল খোলা রাখতে হবে দেখুন,CLICK HERE

TO DOWNLOAD ALL NOTICE FROM PRIMARY TO HIGHER SECONDARY CLICK HERE

20200228 170155এমতাবস্থায় স্যাট এও কাজকর্ম বন্ধ রয়েছে। ডিএ মামলার পরিবর্তন শুনানির জন্য আগামী 13ই মে 2020 সালের একটি দিন ধার্য করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here