DA নীয়ে বিগ আপডেট ! কবে মিলবে তার সাম্ভাব্য উত্তর পাওয়া গেল !!

0
15

দীর্ঘ মামলার জট কাটিয়ে গত ২৬ জুলাই স্যাটের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, রায় ঘোষণা হওয়ার তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে নীতি নির্ধারণ করতে হবে ৷  সেই সময় সীমা শেষ হল গত ২৬ শে অক্টোবর এ । কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ডিএ এর নীতি নির্ধারণ  নিয়ে কোনও আপডেট বেরিয়ে আসেনি । ফলে এই মামলা আবার কোর্টে উঠতে চলেছে বলে খবর। ফলে রাজ্যের কর্মচারীদের কপালে গভীর চিন্তার ভাঁজ। এখন তাঁদের একটাই প্রশ্নও আদও মিলবেতো বকেয়া ডিএ ??

বকেয়া ডিএ মেটানোর বিষয়ে স্যাটের নির্দেশ অনুযায়ী কোনও নীতি নির্ধারণের কোনও বিজ্ঞপ্তি জারি না হওয়ায় এবার রাজ্যের বিরুদ্ধে অবমাননা মামলা দায়ের করার প্রস্তুতি শুরু সরকারি কর্মচারীদের সংগঠনের এবং সেটা কোর্ট পুজোর ছুটির পর খুললেই দায়ের করা হবে বলে জানা গিয়েছে। ডিএ মামলার মূল মামলাকারী কনফেডারেশন অব স্টেট গভমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, “স্যাটে এখন পুজোর ছুটি চলছে৷ খুলবে আগামী বৃহস্পতিবার৷ ওই দিন অবমাননা মামলা দায়ের করা হবে৷ স্কুটিনি পরবর্তী মামলাটি পয়লা নভেম্বর মহামান্য ২ বিচারপতি মাননীয় রঞ্জিত কুমার বাগ ও সুবেশ কুমার দাস মহাশয়ের বেঞ্চে ওঠার সম্ভবনা আছে ৷ তাঁদের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ আমরা জানতে পারব৷”

অপর দিকে দীর্ঘ মামলার জট কাটিয়ে যে রায় দিয়েছিল স্যাট সেই নিয়ে রাজ্য সরকারের কোনও হেলদোল নেই কেন ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা জানতে পারি যে, ২০২১  শে বিধানসভার নির্বাচন কে সামনে রেখে এখনই বকেয়া ডিএ মেটানো বা নতুন ডিএ ঘোষণা করতে চাই না রাজ্য। রাজ্য সরকার চাই  রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এটা হাতে রাখতে । যদিও এই নিয়ে দ্বিধা গ্রস্থ সরকারি কর্মচারী মহল। কারন এখন কোর্টের নির্দেশ সত্ত্বেও এখন কিছু ঘোষণা করছে না তাহলে  কি করে ২০২১-এর বিধানসভা নির্বাচনের মুখে রাজ্য সরকার কি বকেয়া ডিএ মেটানোর বা নতুন ডিএ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে ? তা নিয়েও যথেষ্ট চিন্তিত কর্মচারী ৷

 

অপর দিকে স্যাটে এই মামলা  যদি নভেম্বরে  উঠে তাহলে স্যাট রাজ্যকে কি নির্দেশ দেয় সেটাই দেখার। কারন যদি কোর্ট অবমাননার মামলা হয় সেটা খুবই গুরুত্বর । এবং এই মামলাটিকে রাজ্য সরকার কি উচ্চতর আদালতে নিয়ে যাবে কিনা সেটাই দেখার। আবার অপর দিকে পে কমিসন ঘোষণা হয়ে গিয়েছে কিন্তু সেখানে কোনও  ডিএ উল্লেখ নেই । তাহলে পে কমিশনে কি ডিএ মিলবে না ? সেই নিয়ে রাজ্যের তরফে কোনও আপডেট বেরিয়ে আসে নি। কিন্তু আমরা যে সমস্ত অসমর্থিত সূত্র মারফৎ খবর পাচ্ছি,যে রাজ্য পে কমিসনের জন্য অবশ্যই এক প্রস্থ ডিএ ঘোষণা করবে।

 

click here for latest 6th pay commission salary calculator

click here for latest 6th pay commission calculator  for teachers

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here