পে কমিশন এবং ডিএ কবে? পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এখন ৮৩ % কম বেতন পাচ্ছেন ! চিঠি প্রকাশ কর্মী সংগঠনের

0
26

কেন্দ্রের তুলনায় কতটা কম বেতন পান রাজ্যের কর্মীরা ? টাকা থাকলেও কেন মিলছে না কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা? এই সমস্ত নানান প্রশ্নও নিয়ে রাজ্যকে চিঠি দিলেন কনফেডারেশন অফ স্টেট গভমেন্ট এমপ্লয়িজের ৷ রাজ্যের মুখ্যসচিবকে খোলা চিঠি পাঠিয়ে ,ডিএ নিয়ে রাজ্যকে সহযোগীতার আশ্বাস কর্মী সংগঠনের।

কনফেডারেশন অফ স্টেট গভমেন্ট এমপ্লয়িজের সভাপতি মাননীয় শ্যামল মিত্র রাজ্যের মুখ্য সচিব মাননীয় মলয় দে মহাশয়ের নিকট প্রেরিত পত্র নীচেদেওয়া হল । তিনি  খোলা চিঠি প্রকাশ করে জানিয়েছেন, ‘‘গত ২৭ নভেম্বর ২০১৫ তারিখ অধ্যাপক অভিরূপ সরকারের নেতৃত্বে ৮ সদস্যের ষষ্ঠ বেতন কমিশনকে ছয় মাসের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ জারি করেছিল সরকার৷ ছ’মাস মেয়াদী এই কমিশন আজ পর্যন্ত রিপোর্ট পেশ করতে ব্যর্থ৷ আর এই কারণে বাড়ছে বেতন বঞ্চনা৷’’

কেন্দ্রের তুলনায় কতটা কম বেতন পান রাজ্যের কর্মীরা, তাও পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন যে “পশ্চিমবঙ্গের রাজ্যের কর্মীরা কেন্দ্রীয় ও অন্য রাজ্যকর্মীদের তুলনায় কম পাচ্ছেন ৮৩.৮২ শতাংশ ৷ ’’

fsdfe2

কেন মেটানো হচ্ছে না মহার্ঘ ভাতা ? ডিএ-র দাবিতে আদালতে মামলা করা রাজ্য সরকারি কর্মীদের জয় হয়েছে কিছুদিন আগেই। কিন্তু রাজ্য সরকার তাঁদের পদক্ষেপ এখনও স্পষ্ট করে নি। মলয় মুখোপাধ্যায় বলেন , “ডিএ মামলার রায় পরবর্তী আমাদের সংগঠন যে সিদ্ধান্ত গ্রহন করেছেন তা হল, সরকার আদালতের নির্দেশকে সম্মান জানিয়ে আদালতের নির্দেশ মত ডিএ প্রদানের ব্যাপারে সদিচ্ছা সহ অগ্রনি ভূমিকা পালনে এগিয়ে আসুক। সরকার যদি মনে করেন যে এই ব্যপারে আমাদের সংঙ্গে আলোচনার প্রয়োজন আছে। তবে আমরা বকেয়া প্রদানের ব্যাপারে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।”
ertety1

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here