খুবই গুরুত্বপূর্ণ একটা খবর বেরিয়ে আসছে এই মূহুর্তে। পশ্চিমবঙ্গে প্রথম বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চার বছরের ইন্টিগ্রেটেড বিএড কোর্স চালু হচ্ছে।এই মর্মে নোটিশ জারি হয়েছে।
4 বছরের জন্য ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে । ইন্টিগ্রেটেড B.A B.Ed./B.Sc B.Ed. প্রোগ্রাম বি.ইউ এর অধীনে কলেজসমূহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.buruniv.ac.in) 19.08.2019 থেকে 01.09.2019 (রাত 11.59 অবধি) পুরো প্রক্রিয়াটি এলাহাবাদ ব্যাংকের মাধ্যমে করা হবে। এবং 300 টাকা ফি ধার্য্য হয়েছে।
নীচে নোটিশটি দেওয়া হল ভালো ভাবে পরে নেবার জন্য।