DOWNLOAD PRIMARY 2022 TET OFFICIAL ANSWER KEY,VERY BIG NEWS – প্রকাশিত হল।এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ! প্রকাশিত হতে চলেছে প্রাথমিক টেটের ফল ! আজকের মধ্যেই ফল প্রকাশের বা নোটিশ প্রকাশের সম্ভাবনা রয়েছে! বিস্তারিত তথ্য সহ আপডেট নীচে শেয়ার করা হল। কারণ এই মাত্র প্রকাশিত করা হল টেট ২০২২ এর মোডেল উত্তর পত্র! প্রাথমিক পর্ষদ ৪ টি ভুলের জন্য ৪ মার্কস সবাইকে দেওয়ার জন্য ঘোষণা করেছে! নীচে ক্লিক করে মোডেল উত্তর পত্র ডাউনলোড করে নিতে পারবেন!
Primary TET Results: বড় খবর, শুক্রবারই প্রাথমিক টেটের ফল প্রকাশের সম্ভাবনা! গত ১১ ডিসেম্বর প্রাথমিকের টেটের পরীক্ষা নিয়েছিল পর্ষদ৷ জানা গিয়েছে সেই টেটের রেজাল্ট মাত্র 58 দিনের মাথায় প্রকাশিত করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজকেই তার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে বলেও জানা গিয়েছে!
DOWNLOAD PRIMARY 2022 TET OFFICIAL ANSWER KEY
তবে রেজাল্ট প্রকাশের আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে মডেল উত্তর পত্র এবং নোটিশ জারি করা হবে৷ পর্ষদ সূত্রে খবর, প্রাথমিকের টেটের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে আগামিকাল !
সঙ্গে আরও জানা গিয়েছে আজকে পর্ষদের তরফ থেকে এই ফল ঘোষণার আগে চূড়ান্ত উত্তরপত্র আপলোড করে দেবে!গত ১১ ডিসেম্বর প্রাথমিকের টেটের পরীক্ষা নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। মডেল উত্তরপত্র প্রকাশ করে ইতিমধ্যেই পরীক্ষার্থীদের থেকেও মতামত নিয়েছে পর্ষদ। মডেল উত্তর পত্র নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে! পরীক্ষা নেওয়ার প্রায় ৫৮ দিনের মাথায় পর্ষদ ফল প্রকাশ করতে চলেছে বলে এই সূত্রের খবর।
প্রাথমিকে টেট নিয়ে এমনিতেই নানা অভিযোগ রয়েছে! একাধিক মামলা দায়ের করা হয়েছে দুর্নীতি নিয়ে ! এর মাঝেই আজকের ফল প্রকাশ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে চাকরিপ্রার্থীদের মনে!
আরও বিস্তারিত আপডেট এবং নোটিশ দেখতে এখানে ক্লিক করুন।
I want this