সরকারি কর্মীদের জন্য সুখবর, পেনশন ব্যবস্থা বড়সড় বদল আনল রাজ্য সরকার।নতুন সিঙ্গল ফর্ম সোমবার জারি করেছে রাজ্য সরকার। রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর দিয়ে পেনশন নিয়ে নয়া নির্দেশিকা রাজ্য অর্থ দপ্তরের৷ রাজ্য পেনশন পাওয়ার প্রক্রিয়া আরও সরলীকরণ করা জারি করা হয়েছে বিজ্ঞপ্তি৷ এতদিন রাজ্য সরকারি কর্মীদের পেনশনের জন্য আবেদন করতে হলে ১৬টি ফর্ম পূরণ করতে হতো৷ এখন থেকে একটি ফরম পূরণ করলেই চলবে৷ একটি ফর্ম পূরণ করে তাতেই ওই কর্মীর সমস্ত তথ্য থাকবে৷ পেনশন নিয়ে নির্দেশিকা জারি অর্থ দপ্তরের৷
নীচে ফর্মটি দেওয়া হল তারসঙ্গে নোটিশ ও দেওয়া হল।