শিক্ষক নিয়োগ কবে ?? শিক্ষা মন্ত্রীর ঘোষণা

0
53

মাননীয় শিক্ষমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, শিক্ষকদের যে নিয়োগ পরীক্ষা হবে সেটা প্রাথমিক হোক বা হোক অপার বা নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেখানে নতুন নিয়ম বা নতুন ফরমেটে পরীক্ষা নেওয়া হবে। যাতে পরে শিক্ষকদের বদলি নিয়ে সমস্যায় পরতে না হয় সেই জন্য নিজের জেলাতে বা জেলা ভিত্তিক নিয়োগ করা হবে।

 

সমস্ত প্রকার এডুকেশন নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ এ যুক্ত হন

–::: এখানে ক্লিক করুন :::–

 

আমাদের সোর্স মারফৎ যে সমস্ত খবরাখবর বেরিয়ে আসছে তাতে জানা গিয়েছে যে,শিক্ষা দপ্তর নতুন শিক্ষক নিয়োগ রুল অলরেডি কমপ্লিট করে ফেলেছে। অপার প্ৰাইমারী সমস্যা মিটলেই নতুন পরীক্ষা WBSCC নেওয়ার জন্য নোটিশ প্রকাশ করবে। এবং সেখানে লিখিত বা সাবজেক্ট ওয়াইজ যে পরীক্ষা হবে তার উপর সব থেকে বেশি জর দেওয়া হবে। অর্থাৎ লিখিত পরীক্ষার বা টেট এর ওয়েটেজ সবচাইতে বেশি থাকবে। ইন্টারভিউ এর ক্ষমতা কমিয়ে দেওয়া হবে।

 

অপর দিকে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বেশি হের ফের হবে না।তবে নতুন কিছু মডিফিকেশন হতে পারে। সেটা bed নিয়েও হতে পারে।প্রাথমিক পর্ষদ অনেকটাই তৈরি আছে নতুন পরীক্ষা নীতে। কিন্তু এখনও শিক্ষা দপ্তর থেকে সবুজ সংকেত মিলে নি । কিন্তু খূ তাড়াতাড়ি সেই ছাড় পত্র মিলতে পারে বলে জানা গিয়েছে !

 

আগামী মার্চ মাসটি শিক্ষক নিয়োগ এর বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ  সিদ্ধান্ত ,শিক্ষা দপ্তর  থেকে বেরিয়ে আসতে পারে বলে জানা গিয়েছে। যেমন , প্রাথমিক ,উচ্চ প্রাথমিক ,ক্লাশ নবম থেকে দ্বাদশ শ্রেণি এবং মাদ্রাসা শিক্ষক নিয়োগ এর বিষয়ে ।

 

প্রাথমিক হোক বা হোক স্কুল সার্ভিস কমিশনের, রাজ্যের বেকার ছেলে মেয়েরা চাইছে যে এবার পরীক্ষা নেওয়া হোক। কারণ দীর্ঘ দিন ধরে শিক্ষক নিয়োগ পরীক্ষা আটকে রয়েছে পশ্চিমবঙ্গে। কোর্ট কেসের জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে। কিন্তু মনে করা হচ্ছে এবার খুব তাড়াতাড়ি প্রাথমিক পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ এর বিষয়ে দ্রুত নোটিশ প্রকাশ করবে !!

 

আরও খবর পড়ুন নীচের টাইটেল এ ক্লিক করে

১) ৩১ জানুয়ারি ছুটি বাতিলের ঘোষণা রাজ্যের, কাদের এবং কেন ছুটি বাতিল করা হল

২) বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর,  শিক্ষক-শিক্ষিকারা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে

৩) স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে আরও খবর পড়তে ,এখানে ক্লিক করুন 

8) পে কমিশনের ক্যালকুলেটর এর মাধ্যমে পে কমিশনের যাবতীয় হিসাব নিকাশ পেত, এখানে ক্লিক করুন

৫) প্রাথমিক টেট নিয়ে খবর পড়তে ,এখানে ক্লিক করুন 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here