তথ্য যাচাই চলবে গোটা নভেম্বরই ,ভোটার তথ্য যাচাইয়ের সময়সীমা বাড়ানো হল

0
8

প্রথমে ঠিক ছিল, ইভিপি কর্মসূচি চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। পরে সেই মেয়াদ বাড়িয়ে জানানো হয়, ১৮ নভেম্বর পর্যন্ত তথ্য যাচাই করা যাবে। দ্বিতীয় দফায় সেই সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়েছে।

 

EVP OR NVSP সময়সীমা বাড়ানো হচ্ছে নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয় মেয়াদ বাড়িয়ে ৩০ শে নভেম্বর করা হয়েছে ।
ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া,ভোটার তালিকা মধ্যে বিভিন্ন ধরনের সংশোধন, সংযোজন এবং বিয়োজনের কাজও চলব, নতুন ভোটার নাম তোলা …১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।
ড্রাফট রোল প্রকাশ পাবে ১৬.১২.২০১৯ (সোমবার) ।
ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া দাবি এবং আপত্তির নিষ্পত্তি ২৭.০১.২০১৯ এর মধ্য।
supplements প্রস্তুতি০৪.০২.২০১৯ এর মধ্যে ।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৭ ই ফেব্রুয়ারি ।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here