This Post Contents
Final Year Exam In West Bengal
Very Big News Came Out Today About Final Year Exam In West Bengal.Honorable Cm Mamata Banerjee Said Today That “In No Way Wb College And University Final Year Will Conduct In September 2020.This Exam Will Conduct Before Puja 2020.Details Updates are Given Below.

২৮ অগাস্ট টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস৷ প্রতি বছর মেয়ো রোডে দলের ছাত্র সংগঠনের সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু এবার করোনার কারনে আজ ভার্চুয়াল সভা করে টিএমসিপি। সেখানে বক্তব্য রাখেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
সেই সভা থেকে তিনি একাধিক ঘোষণা করেন তিনি । এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হল রাজ্যের কলেজ এবং বিশ্ব বিদ্যালয়ের ফাইনাল বর্ষের পরীক্ষা নিয়ে।
এই দিকে আজই সুপ্রিম কোর্ট থেকে কেসের রায় বেরিয়ে আসে ফাইনাল বছরের পরীক্ষা সংক্রান্ত কেস থেকে। সেখানে দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দেয় । ফাইনাল বছরের পরীক্ষা নিতে হবে UGC গাইডলাইন মেনে কিন্তু রাজ্য চাইলে সেই পরীক্ষা পরেও নিতে পারে কিন্তু সেটা UGC এর সঙ্গে আলোচনা করে।

Final Year Exam In West Bengal
কিন্তু আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে কোর্টের রায় অনুসারে পরীক্ষা নেওয়া হবে কিন্তু সেই পরীক্ষা কোনও মতেই ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে নেওয়া হবে না। তিনি এই বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী প্রার্থ চট্টোপাধ্যায় কে নির্দেশ দেন যেন এক সপ্তাহের মধ্যে এই ফাইনাল বছরের পরীক্ষা নিয়ে সমস্ত গাইডলাইন প্রকাশ করে দেয়। সেই সঙ্গে তিনি ঘোষণা করেন এই সমস্ত পরীক্ষা যেন পুজোর আগে নেওয়া হয়। ছাত্রছাত্রীদের কথা ভেবে যেন অনালাইনে এবং অফলাইনে পরীক্ষা নেওয়া হয়। নীচের ভিডিওটিতে আরও বিস্তারিত তথ্য দেওয়া আছে।
Supreme Court Order Copy About UGC Final Year Exam

To Read More News Like This Click Here,To Get UGCc Exam Updates Click Here.
To Download This Order Copy Click Below . After 1 Minutes.
[su_button id=”download” url=”https://main.sci.gov.in/supremecourt/2020/15106/15106_2020_35_1501_23651_Judgement_28-Aug-2020.pdf” target=”blank” style=”3d” wide=”yes” center=”yes”]CLICK HERE TO DOWNLOAD [/su_button]