{Good News } Entry Pass West Bengal During Lockdown

9
35

Entry Pass West Bengal During Lockdown :- দারুন খবর এবার পশ্চিমবঙ্গে চালু হল এন্ট্রি পাস । ভিন রাজ্যে আটকে পরেছেন করোনার জন্য ? এবার রাজ্য সরকার “One Way Inter-State Entry Pass” চালু করল । এবার রাজ্যে ফেরার জন্য চালু হচ্ছে এন্ট্রি অ্যাপ । গতকাল নবান্নে এই এন্ট্রি অ্যাপের কথা ঘোষণা করেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এই অ্যাপ সম্পর্কে বিস্তারিত তথ্য নীচে দেওয়া হয়েছে।

Entry Pass West Bengal

কোনও ব্যক্তি রাজ্যে বাইরে গিয়ে আটকে পড়েছেন তাঁদের ফেরার জন্য এবার নয়া ‘এন্ট্রি পাস’ চালু করল রাজ্য সরকার। গতকাল নাবন্নে এই ‘এন্ট্রি পাস’ সম্পর্কে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, চিকিৎসাজনিত কারণে বা পড়াশোনার সূত্রে বা বেড়াতে গিয়ে বাংলার অনেক বাসিন্দা ভিনরাজ্যে আটকে পড়েছেন। তাঁদের সঙ্গে ছোটো গাড়ি বা বাস থাকলে তাঁরা রাজ্যে ফিরতে পারবেন। সেজন্য ‘এন্ট্রি পাস’ চালু করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট https://wb.gov.in/ বা এখানে ক্লিক করলে ঐ পাসের জন্য আবেদন করতে পারবেন । তবে রাজ্যে ঢোকার আগে বাধ্যতামূলকভাবে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানান স্বরাষ্ট্রসচিব।ইতিমধ্যেই ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পড়ুয়াদের মানুষকে রাজ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে । Entry Pass West Bengal.

Entry-Pass-West-Bengal
Entry-Pass-West-Bengal

কিভাবে আবেদন করা যাবে ‘এন্ট্রি পাস’ জন্য ? স্টেপ-১

প্রথমে আপনাকে উপরে দেওয়া ওয়েবসাইটে ভিজিট করতে হবে অথবা এখানে এখানে ক্লিক / এখানে ক্লিক করে ডাইরেক্ট পেজে চলে জান । Entry Pass West Bengal.

‘এন্ট্রি পাস’ আবেদনের জন্য স্টেপ-২

স্ক্রিনের নীচের দিকে ‘Entry Pass (one way pass for entering West Bengal)’-এ ক্লিক করুন।Entry Pass West Bengal

‘এন্ট্রি পাস’ আবেদনের জন্য স্টেপ-৩

নয়া একটি স্ক্রিন খুলে যাবে। সেই স্ক্রিনের নীচের দিকে Register/ Apply-এ ক্লিক করুন।

one-way-Entry-Pass-West-Bengal
one-way-Entry-Pass-West-Bengal

‘এন্ট্রি পাস’ আবেদনের জন্য স্টেপ-৪

নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে Send OTP করুন। আপনার ফোনে একটি Password যাবে।

‘এন্ট্রি পাস’ আবেদনের জন্য স্টেপ-৫

মোবাইল নাম্বার এবং Password দিয়ে এই পেজে গিয়ে লগইন করুন।

one-entry-Pass-West-Bengal
one-entry-Pass-West-Bengal

‘এন্ট্রি পাস’ আবেদনের জন্য স্টেপ-৬

তারপর নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য দিন। নিজের নাম, গন্তব্যের ঠিকানা, গাড়ির সম্পর্কে বিস্তারিত তথ্য, যদি আপনার সঙ্গে কেউ আসতে চাই তাহলে ঐ ব্যক্তির সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিন।

ফাইনাল স্টেপ ‘এন্ট্রি পাস’ আবেদনের জন্য

তারপর নীচের চেক বক্সে টিক দিন। ড্রপডাউন থেকে Agree করুন । এরপর Submit করুন। আপনার আবেদন পেয়ে যাবে রাজ্য।

Exit Pass (One way pass to go outside West Bengal)

গতকাল ‘এন্ট্রি পাসের’ পাশাপাশি একটি ‘এগজিট পাস’ -ও চালু করার কথা ঘোষণা করেন স্বরাষ্ট্রসচিব। এর মাধ্যমে রাজ্যে আটকে পড়া ভিন রাজ্যের শ্রমিকদরে ফেরানোর ব্যবস্থা করা হবে । এখানে ক্লিক করে বিশদে জানতে পারবেন এগজিট পাস’ সম্পর্কে।

one-way-exit-pass
one-way-exit-pass

FAQs

  • How can one get permission to enter into West Bengal from other states?

    By applying ‘Entry Pass (one way pass for entering West Bengal)’

  • How to apply online for entry pass to West Bengal

    By applying for entry pass . To know more Click Here or visit www.wbedu.in for more information about entry pass

  • How to get pass for inter district travel two side pass in West Bengal ?

    You need entry and exit pass for that. for more information visit www.wb.gov.in

  • what is entry pass in West Bengal ?

    To enter in West Bengal during this covid-19 situation every one need a pass,which was called ‘entry pass’

  • what is exit pass in West Bengal ?

    To exit from West Bengal during this covid-19 situation every one need a pass,which was called ‘exit pass’

To know more about Prochesta scheme of West Bengal govt click below

A new scheme is introduced to provide financial assistance to laborer/daily wage earner/worker who has lost employment or livelihood opportunities due to outbreak of COVID-19. CLICK HERE

Govt of West Bengal published a notice for movement of stranded persons within and outside the State of West Bengal

Information on movement of stranded persons within and outside the State of West Bengal

1. For the convenience of all persons, stranded within and outside the State of West Bengal, an automated e-Pass system has been developed and uploaded in the Egiye Bangla portal: www.wb.gov.infor entry to and exit from West Bengal by own arrangements,

2. Intending persons just n eed t o enter t he required d etails a t the link provided below and can get the required pass generated:

a. Link for EXIT pass from West Bengal http://covidwbgov.in/exit/aspx/Signin.aspx

b. Link for ENTRY pass for small vehicles to enter West Bengal http://covidwbgov.in/entry/aspx/signin.aspx

c. Link for ENTRY PASS for persons travelling in groups with large vehicles to enter West Bengal http://covidwbgov.co.in/GROUPENTRY/aspx/signin.aspx

3. Inter-state residents stuck in West Bengal and West Bengal residents stuck in other states may register their details with us by sending ‘hi’ to Whatsapp No 8017845555

or

send SMS to 51969. SMS message in the format : WB<Space>COVID<Space>source pincode<Space>destination pincode<Space>no of passengers( in two digits) and send it to 51969.

Example: WB COVID 560097 700015 04

or

Contact : Control Room (033-22141995/2214 3526)- 24×7 functional

or

Toll FreeNo: 1070 for details- 24×7 functional

For Download above notice Click Here

One way Entry Pass for Group of People entering West Bengal

One way Entry Pass for Group of People entering West Bengal > CLICK HERE TO GET THIS PASS

One-way-Entry-Pass-for-Group-of-People-entering-West-Bengal
One-way-Entry-Pass-for-Group-of-People-entering-West-Bengal

9 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here