ছট পুজোর ছুটি নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হযেছিল স্কুল গুলোর মধ্যে। কারণ স্কুলে ছট পুজোর জন্য 2/11/2019 শনিবার লিস্টেড হলিডে ছিল। কিন্তু নবান্ন থেকে যখন ছট পুজোর জন্য সোমবার 04/11/2019 ছুটি ঘোষণা করা হয় তখন কিছু স্কুল সমস্যায় পড়েন।যে তাহলে কবে ছট পুজোর জন্য ছুটি থাকবে।
কিন্তু আজ মধ্যশিক্ষা পর্ষদ থেকে নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হয় যে,17 অক্টোবর যে নোটিশ জারি করেছিল নবান্ন সেটা একটা এডিশনাল ছুটি হিসাবে বিবেচ্য হবে। ফলে শিক্ষকদের সমস্ত সমস্যার অবসান হল বলা বাহুল্য।
অর্থাৎ শনিবার এবং সোমবার উভয় দিন ছুটি স্কুল ছুটি থাকবে।
6TH PAY COMMISSION SALARY CALCULATOR FOR TEACHERS CLICK HERE