{করোনার টিকা নিতে চান?}How to register for Covid vaccine from mobile in 2021

0
18

How to register for Covid vaccine from mobile:- আপনি করোনার টিকা নিতে চান ?? তাহলে নীচের প্রসেস গুলো ফল করুন। জানুন কিভাবে মোবাইল থেকে রেজিস্ট্রেশনের করে আপনি করোনার টিকার জন্য আবেদন করতে পারবেন। ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই ভ্যাকসিন নিতে পারবেন। কিন্তু এর জন্য আপনাকে আগে থেকে রেজিস্ট্রেশনের করতে হবে মোবাইল বা ওয়েবসাইট থেকে।

How to register for Covid vaccine from mobile

দেশে করোনার প্রকোপ যে ভাবে বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। এই প্রকোপ কে রুখতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার টিকাকরন নিয়ে তাঁদের পৃথক পৃথক কর্ম সূচির কথা ঘোষণা করেছে।

এ বার দেশ জুরে শুরু হতে চলেছে ১৮ বছর বা তদূর্ধ্বদের জন্য টিকাকরনের কাজ। তবে টিকা নিতে গেলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে। আর সেটা করার জন্য আপনার মোবাইল ফোন বা কম্পিউটার থেকে। পদ্ধতি গুলো খুবই সহজ। জেনে নিন পর পর ঠিক কী করতে হবে।

How to register for Covid vaccine from mobile

1st Step :- প্রথমেই আপনাকে Google Play Store আপনার মোবাইলে CoWIN অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে ।
2nd Step :- এর পর ঐ CoWIN অ্যাপ্লিকেশনটি খুলতে হবে বা আপনি cowin.gov.in ওয়েবসাইটে ভিজিট করেও রেজিস্ট্রেশন করতে পারবেন।
3rd Step :- এর পর নির্দিষ্ট ঘরে আপনার মোবাইল নাম্বারটি দিন।
4th Step :- দেওয়া মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে । নির্দিষ্ট জায়গায় ওটিপি টাইপ করুন বা কপি করে বসান।
5th Step :- ভেরিফাই বাটনে ক্লিক করুন দিন।
6th Step :- এ বার একটি নতুন রেজিস্ট্রেশনের পেজ খুলবে।
8th Step :- ঐ রেজিস্ট্রেশনের পেজে আপনি কোন ফোটো আইডি ব্যবহার করবেন { যেমন আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির মধ্যে } তার নম্বরটি দিতে হবে।
9th Step :- নির্দিষ্ট জায়গায় নাম, বয়সের সঙ্গে পুরুষ না মহিলা লিখতে হবে।
10th Step :- এর পরে ‘রেজিস্টার’ বাটনে ক্লিক করুন।
11th Step :- এর পরে‘অ্যাকশন’ বাটনে চাপ দিন। আপনি একটি ক্যালেন্ডার দেখতে পাবেন। এখানে পছন্দের তারিখে চাপ দিলেই অ্যাপয়েন্টমেন্ট অপশন পাবেন।
12th Step :-এ বার আপনি এসে গিয়েছেন এক নতুন পেজে “বুক অ্যাপয়েন্টমেন্ট ফর ভ্যাকসিনেশন” নামে।
13th Step :- যে এলাকায় টিকা নিতে চান সেই এলাকার পিনকোড দিন।
14th Step :- এবার আপনার দেওয়া পিন কোড অনুযায়ী দেখিয়ে দেবে কোথায় বিনামূল্যে এবং কোথায় টাকা দিয়ে টিকা নেওয়া যাবে।
15th Step :- এবার আপনার পছন্দের অফশনে ক্লিক করুন।
16th Step :- কবে এবং দিনের কোন সময়ে আপনি টিকা নিতে চান সেটা দিয়ে দিন ।
17th Step :- সব শেষে ‘বুক’ অপশনে চাপ দিতে হবে।
18th Step :- একেবারে শেষে ‘অ্যাপয়েন্টমেন্ট সাকসেসফুল’ পেজ খুলে যাবে।
How to register for Covid vaccine from mobile

How to register for Covid vaccine from mobile

How_to_register_for_Covid_vaccine_from_mobile
How_to_register_for_Covid_vaccine_from_mobile

আগামী ২৪ শে এপ্রিল থেকে CoWIN অ্যাপ্লিকেশনটির কাজ শুরু হয়ে যাবে। এবং আগামী ২৮ শে এপ্রিল থেকে ঐ অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। একটি মোবাইলে ৪ জন কে অ্যাড করা যাবে।

এই দিকে রাজ্য সরকার আগামী ৫ই মে থেকে ১৮ বয়সের ঊর্ধ্বে সকলেই ভ্যাকসিন দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিভাবে পাবেন বা তাঁর বিস্তারিত আপডেট পেতে এখানে ক্লিক করুন।

How to register for Covid vaccine from mobile

NOTE:- #You can add up to 4 individuals with one mobile number.

# To add multiple individuals in a single Dose 2 appointment, the vaccine and Dose 1 date must be same.

# The second dose of COVAXIN should be taken between 28 days to 42 days after the first dose. The second dose of COVISHIELD should be taken between 28 days to 56 days after the first dose.

কিছু গুরুত্বপূর্ণ বিষয় – এই গোটা পদ্ধতিটি আপনি ‘আরোগ্য সেতু’ অ্যাপ দিয়ে করতে পারবেন। একটি মোবাইল থেকে সর্বাধিক এক সঙ্গে চার জনের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনি চাইলে ‘অ্যাপয়েন্টমেন্ট’ বদলাতেও পারবেন। এই ক্ষেত্রে নতুন করে ওটিপি দিয়ে লগ ইন করে ‘এডিট’ অপশনে যেতে হবে। প্রথম টিকা নেওয়া হয়ে গেলে আপনি একটি ‘রেফারেন্স আইডি’ পাবেন। যেটার মাধ্যমে ওই পোর্টালে গিয়ে ‘ভ্যাক্সিনেশন সার্টিফিকেট’ ডাউনলোড করে নিতে পারবেন এবং সঙ্গে দ্বিতীয় টিকা কবে নিতে হবে সেটাও দেখতে পারবেন ।

NHA- National Health Authority {ন্যাশনাল হেলথ অথরিটির } Chief Executive Officer RS Sharma বলেছেন তিন ধরনের টিকা রাখা হবে ।কোভ্যাকসিন (Covaxin),কোভিশিল্ডের (Covishield)-এর পাশাপাশি রুশ টিকা স্পুটনিক ভি-ও (Russian vaccine Sputnik V) ও রাখা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here